নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর_
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ও সোনারগাঁয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন_ ইকবাল, দুলাল ও মিঠু। এ ঘটনায় আহত সাদ্দাম নামে একজনকে শহরের খানপুর ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত ও গতকাল এসব দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জের সলঙ্গায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের বুড়িবাড়ি ব্রিজের কাছে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি। আহতদের বগুড়া ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জে বাসচাপায় মিটু সিকদার নামে এক ভ্যানযাত্রী নিহত ও চালক আহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর নামক স্থানে গতকাল এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় পর বিক্ষুব্ধ জনতা প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। মুন্সীগঞ্জে গজারিয়ার দড়িবাউশিয়া বাসস্ট্যান্ডের কাছে গতকাল বাসের ধাক্কায় স্কুটারচালক মোক্তার হোসেন নিহত হয়েছেন।
পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় শিশু রিফাতের মৃত্যু হয়েছে। সদর উপজেলার ঘাটুরায় রবিবার সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় দিগন্ত পরিবহনের একটি বাস রিফাতকে চাপা দেয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।