বার বার মনে পড়ে সোনালী সেই দিন গুলো...
এক সময় নদীতে বীরের মতো দাবড়ে বেড়ানো স্টীমার এখন বিলুপ্তির পথে। এখন আর দেখা যায় না নদীতে ডেউ তুলে সাইরেন বাজিয়ে নিজের গতিতে চলে না স্টীমার। বিলুপ্তি পথে হাটছে চমৎকার এই নৌযান স্টীমার। আমি বহুদিন আগে দেখেছিলাম বিশাল সাইজের এই স্টীমার নদীতে প্রচন্ড ডেউ তুলে বীরদর্পে চলছে তার আপন গতিতে। কালের বিবর্তনে আজ হারাতে বসেছে আমাদের সেই ঐতিহ্য। এসব রক্ষার উদ্যোগ নেই সরকার কিংবা প্রত্নতত্ম বিভাগের। গতকাল বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ চোখে পড়ে একটি স্টীমার, নদীর তীরে কতটা অসহায় জীর্ন অবস্থায় পড়ে আছে এই স্টীমারটি তা দেখলেই বুঝা যায়।
যথাযথ রক্ষনাবেক্ষনের অভাবে হয়তো একদিন এই ঐহিত্যটিও বিলুপ্ত হয়ে যাবে। তার ইতিহাস পড়তে হবে কোন ইিতহাসের বইতে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।