সবাই ভালো থাকুন।
সময়ের সাথে হারিয়ে যায় অনেক কিছুই... যেমন ডাইনোসার হারিয়ে গেছে... বিলুপ্ত হয়ে গেছে কত কিট পতঙ্গ, পশু, পাখি, মাছ, গাছ.... ঠিক তেমনি বিলুপ্ত হয়ে যায় মানুষের নাম... অন্য দেশের দিকে তাকাব না.. আমাদের দেশের কথাই বলব।
এক সময় এই দেশে পুরুষদের খুব জনপ্রিয় নাম গুলো ছিল- আবুল, কুদ্দুস, জয়নাল, খালেক, মালেক, গফ্ফার, আজগার, কাদের, আব্বাস... ইত্যাদি। মেয়েদের বেলায় খাতুন, বেগম তো উঠেই গেছে। রহিমা, রোকেয়া, পারুল, মমতাজ.........
এখন আর এই নাম গুলো কেউ রাখে না।
রাখতে লজ্বা পায়। খ্যাত লোকজন এই নাম গুলো রাখে, আধুনিক না তারা।
এই তো কয়েকদিন আগে বোনের ছেলে হলো, নাম দিতে বল্ল, দিলাম- মোঃ জব্বার আবুল খালেক। বোনটা আমার দিকে আগ্নি ঝরা চোখে তাকিয়ে বল্ল ৯ দিনের বাচ্চা কে তুই বলবি 'বাবা আবুল পাখি কান্নাকাটি করো না' অথবা 'লক্ষী খালেক বেটা আমার, উমমা...'
দেখবো তোর ছেলের নাম কি রাখিস......
(উরিবাবা)
ছবি: গুগল মাম।
ইহা একটি ফান পোস্ট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।