আমাদের কথা খুঁজে নিন

   

দেউলিয়া হচ্ছে না কোডাক

আর্থিক সংকটের কারণে চলমান দেউলিয়া অবস্থা থেকে বের হয়ে আসতে কোডাক কোম্পানির পরিকল্পনার সঙ্গে একমত হয়েছেন বিচারক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিচারক অ্যালান গ্রপারের রায় অনুযায়ী, কোডাককে দেউলিয়া অবস্থা থেকে বের হয়ে আসতে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
নিউ ইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান কোডাক একসময় ফটোগ্রাফি এবং ক্যামেরার পথপ্রদর্শক ছিল। কিন্তু ২০১২ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠানটি দেউলিয়া ঘোষণার আবেদন করে। প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা অ্যান্টোনিও প্যারেজ এক বিবৃতিতে জানিয়েছেন, আদালতের রায় কোডাকের পক্ষে যাওয়ায় প্রতিষ্ঠানটি এখন বেশ দ্রুত দেউলিয়া অবস্থা অতিক্রম করতে পারবে।
প্যারেজ আরও জানিয়েছেন, তাদের পরবর্তী পদক্ষেপ হবে, প্রতিষ্ঠানের জন্য একটি মজবুত কাঠামো ও শক্তিশালী ব্যালেন্স শিট প্রস্তুত করা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.