আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছার আওয়াজ 'কুমিল্লা নিউজ টুয়েন্টি ফোর ডট কম'

সময়কে কাধে নিয়ে চলো বন্ধু

একটা স্বপ্ন ছিল। একটা নিউজ এজেন্সীতে কাজ করব। ইচ্ছেটা শুরু সামু ব্লগ থেকেই। যখন কোন নিউজ পাবলিশড করতাম তখন পাঠকের কৌতুহলী ও পরামর্শ জাতীয় কমেন্টগুলো আমাকে অনলাইনে নিউজ পাবলিশড করতে উৎসাহিত করতে থাকে। মনে আছে একবার সামুতে ব্লগেই মা বিষয়কে নিয়ে লেখা চেয়ে একটি পোষ্ট করেছিলাম।

যারা লিখেছেন তাদের লেখাগুলো ছাপিয়েছিলাম একটি পত্রিকার বিশেষ সংখ্যায়। লেখাগুলো অনলাইনে কালেকশন বলে নিজের ভিতরে কেমন একটা সুখ উপলব্দি করলাম। যারা লিখেছেন তারা এই ব্লগের প্রথিতযশা লেখক। যাদের ছদ্মনামে চিনি কিন্তু বিস্তারিত জানিনা। অতপর সময় গড়িয়ে গেল অনেক।

কতিপয় বন্ধুকে নিয়ে ওয়েবসাইট করবো ভাবতে লাগলাম। এককদম এগোই তো দুকদম পিছে যাই। নানা রকম সীমাবদ্ধতা আমাদের বাধ হয়ে দাড়াল। অবশেষে কুমিল্লাকে সামনে রেখে শুরু করলাম পথ চলা। যাত্রা শুরু করলাম একটি নিউজ ওয়েবসাইটের কাজ নিয়ে।

পথিকৃত কুমিল্লার বৃহত্তর আঙ্গিনার খবরাখবর নিয়ে এই নিউজ অনলাইনটি ইতিমধ্যেই আলোচনায় আসতে শুরু করেছে। সমালোচনা থাকবেই তবুও আমরা পথ চলব। কারণ আমাদের থামিয়ে দেয়ার জন্য বহু জনের ঈর্ষা বাধ হয়ে দাড়াবে এটা শুরুতেই জেনে পথ চলতে শুরু করেছি। আমাদের পেইজ ডিজাইনের কাজ এখনো শেষ হয়নি। আশা করছি খুব শিগগিরই দিনের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে প্রতিমুহুর্তে হাজির হব পাঠকের দূয়ারে।

আমরা মাটি ও মানুষকে নিয়ে কাজ করতে চাই। ডিজিটাল শব্দটিকে রাজনৈতিক শব্দে নয় বাস্তবেই আমরা অনলাইন জগতে এগিয়ে আসতে দৃঢ় প্রত্যয়ী। পৃথিবীর যে প্রান্তেই থাকুন কুমিল্লা কমিউনিটির নিউজ দিন। তাদের সুখ- দুঃখ দূর্দশার কথা তুলে ধরুন আমরা তা ছড়িয়ে দিব বিশ্বময়। অনলাইনে বৃহত্তর কুমিল্লার খবর জানতে ক্লিক করুন - www.comillanews24.com আমাদের মেইল করুন -


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.