Familiarization with computer অর্থ ফ্যামিলিতে কম্পিউটারের ব্যবহার। একটা ফ্যামিলিতে কেমনে কি ভাবে কম্পিউটারের ব্যবহার হয় তা নিয়ে এক গুরু গম্ভীর বিশদ আলোচনা শেষ করলেন একজন শিক্ষক যিনি বাংলাদেশের একটা নাম করা বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক আর যিনি আই টি পোষ্ট গ্রাজুয়েট তিনি চেয়ে চেয়ে দেখলেন কিভাবে একটা সার্ভার একসাথে একশত কম্পিউটার চালায়।
কি সুন্দর দেখা গেল.............................মাষ্টার্সের যে ছাত্রগুলো আই সি টি কোর্স করছে তারা এক এক জন নিশ্তিত বিল গেটস হয়ে যাবে এবং বাংলাদেশ বিল গেটসে ভরে যাবে যদি ইসলামের ইতিহাসের শিক্ষকরা তিন মাস কম্পিউটারের উপর ট্রেনিং নিয়ে ক্লাস করান। ঠিক আছে বৃঝলাম মানুষের ডাক্তাররা অনেক বেশী জানেন কিন্তু বেগুন গাছের মাজরা পোকা নিরাময়ের জন্য কি দাওয়ায় তা গ্রামের অশিক্ষিত চাষারা একটু মনেহয় বেশীই জানবেন। নিদিষ্ট কাজের জন্য সঠিক মানুষকে নির্বাচন করতে না পারলে পরিকল্পনার পরি পাখা মেলে উড়ে যাব আর পড়ে থাকবে শুধুই কল্পনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।