আমাদের কথা খুঁজে নিন

   

সায়েন্স ফিকশন সিনেমা, পে চেক। বেন অ্যাফ্লেক ও উমা থরম্যান

দিল ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা।
বেশ আগের একটি সায়েন্স ফিকশন মুভি দেখলাম আজকে। অনেকদিন পরে পে চেক মুভিটা দেখে একটা ভাল সায়েন্স ফিকশন দেখার মজা পেলাম। বেন অ্যাফ্লেক একজন প্রযুক্তিবিদ যার কাজ হল রিভার্স প্রসেস ব্যবহার করে অন্যদের আবিস্কারের গোপন রহস্য আবিস্কার করে সেটিকে নতুন করে মডিফাই করে অন্য এক কোম্পানীর হয়ে বাজারে ছাড়বার ব্যবস্থা করা। কোম্পানীগুলো তাকে হায়ারই করে এ কাজের জন্য।

কিন্তু আছে এক শর্ত। কি নিয়ে কাজ করেছিল, তার কোন মেমোরী রাখা চলবে না। তাই কাজ শেষ হলে বিশেষ মেশিন ব্যবহার করে নির্দিষ্ট সময়ের সব মেমোরী নষ্ট করে দেয়া হয়। কাজ ও এই বিশেষ ডিলের শেষে সে পায় এক বিশাল অংকের পে চেক। ভালই চলছিল সব।

কিন্তু বাগড়া বাজল নতুন এক কোম্পানীর কাজ নিতে গিয়ে। তাদের দাবি, তাকে তাদের অধীনে কাজ করতে হবে তিন বছরের জন্য এক রহস্যময় টেকনোলজিতে। এর উৎস ও মুল সুত্র খুজে বার করতে হবে। কাজ তো কাজ। কিন্তু যথারীতি তিন বছরের কোন মেমোরী থাকবে না।

রাজি হবার প্রশ্নই আসে না। কিন্তু টাকার অংকটি যদি হয় ৯০ মিলিয়ন ডলার? মুভির কাহিনী শুরু হয় তিন বছর শেষ হবার মধ্য দিয়ে, বেন অ্যাফ্লেকের কাছে যেটা কেটে গেছে মুহুর্তের মাঝে, কারণ কাজ নেবার আর কাজ শেষ হবার মাঝের কোন স্মৃতিই তার নেই। আর কিছূ বলব না। দেখার ট্রাই করতে পারেন। মুভিটা ভাল লেগেছে।

তবে দেখার পরে যদি কোন হিন্দি সিনেমার সাথে মিল পেয়ে যান, ক্ষেপে যাবেন না যেন আমার উপর। ঠিক আছে?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.