আমাদের কথা খুঁজে নিন

   

গোপন নিয়োগ বিজ্ঞপ্তি

mosharof.hossain@msn.com

আস সালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি একটি বিষয়ে লিখতে চাচ্ছিলাম, এখন শংশয়ে আছি যে সবাই ব্যপারটাকে কিভাবে দেখবেন। যদি কোন ভুল হয় তাহলে একজন নতুন ব্লগার হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের দেশে চাকুরী নামক সোনার হরিণের নাগাল পাওয়া যে কতটা কষ্টসাধ্য ব্যপার তা আর বলার অপেক্ষা রাখে না।

শিক্ষা জীবন শেষ করতে করতেই অনেকখানি সময় পার হয়ে যায় সেশান জট নামক রাক্ষশের পেটে। তারপর দেখা যায় পরীক্ষা শেষ হবার পর রেজাল্ট প্রকাশ হতেও অনেক খানি সময় শেষ হয়ে যায়। যারা ন্যাশনাল উনিভার্সিটি থেকে অনার্স করেন তারা আরো ভালো করেই বুজেন এই যাতনা। এরপর দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে পায়ের জুতার তলা ক্ষয় হয়ে যায় চাকরী খুজতে খুজতে। যারা ভালো ছাত্র তারা হয়তোবা মেধার জোরেই তারাতারি চাকুরীটা পান।

কিন্তু আমার মতন নিম্ন শ্রেনীর ছাত্র হলে তো কপাল পুড়ছে আর কি। হয় টাকার জোড় থাকতে হবে নয়তো মামা-চাচা নামক তথা কথিত কিছু জিনিষ পকেটে থাকা লাগবে। তো যাই হোক এগুলা আমার আসল কথা না। আমি বর্তমানে একটি প্রতিষ্ঠানে কর্মরত আছি। এখানে প্রায়ই দেখি লোক নিয়োগ দেয়া হয় এবং যে যার আত্নীয়-স্বজনদের নিয়ে আসেন।

আর লোক দেখানোর জন্য অবশ্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেয়া হয়। চাকুরীটা কিন্তু তাদের লোকিই পায়। আমি অনেক চিন্তা করে দেখলাম আমার কিছু লোকজন ঢুকাবো এইখানে, কিন্তু খুজে দেখি আমার ওই রকম কোন লোক নেই যাদের আমি এখানে ঢুকাতে পারি। তাই আপনাদের দ্বারস্থ হলাম। আপনাদের মধ্যে কেও যদি ২০০১-২০০২, ২০০২-২০০৩ শিক্ষাবর্ষের কেও থেকে থাকেন তাহলে আমাকে নিচের ঠিকানায় মেইল করেন।

নিচে চাকুরীর কিছু বিবরন দেয়া হলোঃ পদঃ অফিস সহকারী (কয়েক স্তরে) পদ সংখ্যাঃ ২০ টি বেতনঃ ১০,০০০ - ২২,০০০ (পদানুসারে) প্রার্থীর অনার্সে পঠিত বিষয়ঃ পদার্থ, রসায়ন, জীব বিজ্ঞান ইত্যাদি অফ টপিকঃ প্রার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের হলে আমি খুশি। জাত ভাই আর কি। কেও যদি আগ্রহী হন তাহলে একটি বায়োডাটা, অনার্সের সনদপত্র (স্ক্যান কপি), মার্কশীট (স্ক্যান কপি) এই ঠিকানায় আগামি ৫/০৮/২০১০ তারিখের মধ্যেই পাঠাবেন। বিঃদ্রঃ আমি ইচ্ছা করেই কম্পানির নাম বলিনি, দেখা গেলো আপনাদের কেও সেই প্রতিষ্ঠানের উচ্চতর পদ সম্বলিত লোকজনের পরিচিত তখন দেখা যাবে আমার নিজের চাকরীরি বারোটা বেজে যাবে। তাই রিস্ক নিলাম না।

যারা উপরের শর্তাবলী মেনে আমাকে মেইল করবেন আমি শুধু তাদেরকেই ফিরতি মেইলে বিস্তারিত বলে দিবো। কেও কিছু ভুল খুজে পেলে বলবেন আমি পোষ্টটি সরিয়ে দিবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.