আমাদের কথা খুঁজে নিন

   

স্মার্টনেস কাকে বলে??কত প্রকার ও কি কি???

জীবনকে এমন ভাবে সাজান যেন আপনার ব্যক্তিগত ডায়েরীটা কখনো লুকাতে না হয়।

সত্য কথা সবসময় গায়ে লাগে। গায়ে লাগলে মাইনাস মাইরা যাইবেন। তাহলে বুঝব কতজনের গায়ে লাগছে। ।

আমি স্মার্ট না অবশ্যি। তবুও স্মার্টনেস নিয়ে ২ ১ টা কথা বলতে চাই। কয়েকটা প্রশ্নের উত্তর দরকার। । #।

একজন স্মার্ট লোকের গুন কি কি?? #। স্মার্ট লোকের কাপড়-চোপড় কি ধরনের?? #। কোন ব্যাপার টা মাথায় রেখে স্মার্ট হতে হবে? #। মডার্ন যুগের স্মার্ট বলতে কি বুঝায়?? আমার জানা মতে প্রশ্ন গুলোর উত্তর। #।

ভদ্র,নম্র মার্জিত হতে হবে। সুন্দর ও শুদ্ধ ভাবে কথা বলতে হবে। #। অবশ্যই প্যান্ট শার্ট। তবে টি-শার্ট এবং জিন্স প্যান্ট ও পরা যায়।

মেয়েদের জন্য সেলেওয়ার কামিজ অথবা শাড়ি। #। স্মার্ট হতে হবে নিজেদের সংষ্কৃতি অনুযায়ী। #। স্মার্টনেস এর ব্যাপারে যুগের কোনো অবদান নেই।

(আমি সংক্ষেপে বললাম) আধুনিক যুগের কিছু ছেলে মেয়ের মতে প্রশ্ন গুলোর উত্তরঃ #। বেয়াদব হতে হবে। মুরুব্বিকে লাথি মেরে সরি বলতে জানতে হবে। আদব কায়দার ধারে কাছে যাওয়া যাবে না। কথায় কথায় ইংরেজি বলতে হবে পুরা বলতে পারলে আরো ভাল।

#। থ্রি কোয়ার্টার সাথে অর্ধেক গেঞ্জি। চুল অবশ্যই আকাশের দিকে। হাতে ২০ ২৫ টা চুড়ি(ছেলে)। ।

থ্রি কোয়ার্টার আথবা জিন্স প্যান্টের সাথে শার্ট আথবা গেঞ্জি অথবা মিনি স্কার্ফ। কানে অবশ্যই হেডফোন লাগানো থাকতে হবে। চুল হবে বাহারী রঙের(মেয়ে) #। যত বেশী পারা যায় বিদেশী সংষ্কৃতি অনুসরন করতে হবে। (সংক্ষেপে) আপনার মতামত টা কি জানাবেন???


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.