আমাদের কথা খুঁজে নিন

   

একটি দর্শক রিভিউ - “কে হবে কোটিপতি?”-শাকিব খান ও অপু বিশ্বাস নিজের “স্মার্টনেস” ও “জ্ঞান” কে কাজে লাগিয়ে অনুষ্ঠানটিকে “সমৃদ্ধ” করলেন

সকলের মাঝেও আমি একা হলেও আমি বিষন্ন নই; আমি গর্বিত। আর আমার দূর্বলতাই আমার সবচেয়ে বড় শক্তি। ঈদ মোবারাক। সাধারণত ঈদের অনুষ্ঠানগুলো দেখা হয় না, কারন কিভাবে যেন আমি যেগুলো দেখি সেগুলোই বিরক্তিকর বা স্থূল ভাঁড়ামি থাকে। তবে,যখন খবরের কাগজে দেখলাম “কে হবে কোটিপতি?” অনুষ্ঠানটিতে শাকিব খান ও অপু বিশ্বাস আসবেন, তখন থেকেই খুব আগ্রহে অপেক্ষা করছিলাম দেখার জন্য।

না, না, আবার এটা ভেবে বসবেন না যেন যে, আমি খুব বড় ভক্ত তাদের। তাদের কথা-বার্তা এবং অনান্য ব্যাপারে গুজবের যে ব্যাপারগুলো (বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশিত) সেগুলো কতটকু সত্যি তা জানার জন্য দেখার এত আগ্রহ। যাহোক, মূল প্রসংগে আসি। প্রথমেই তারা আসলেন। কারো পোষাক নিয়ে কথা বলতে চাই না, তবে শাকিব ভাইয়া যে গোলাপি রঙের লিপস্টিকটি দিয়েছিলেন তা একটু গাঢ় ছিলো আর তা স্পষ্ট বোঝা যাচ্ছিল।

এবার দেখি তাদের জ্ঞানের নমুনা- প্রশ্ন- ক্রিকেট খেলার সময় ব্যাটসম্যানরা কোন জিনিসটি মাথায় পড়েন? শাকিব খান বললেন, যে “লেডিস ফার্স্ট” তো, অপু উত্তর দেবেন। তাছাড়া অপু এই খেলাটি বেশ পছন্দ করেন। অপু সঠিক উত্তর দিলেন “হেলমেট” প্রশ্ন- চোখের পাতার প্রসাধনের নাম কি? (আমি বুঝলাম না, এগুলো কি ধরনের প্রশ্ন? মানে এটা কি আসলেই কোনো কুইজ প্রতিযোগিতা? ) প্রশ্ন- ঈদের সবচেয়ে বড় জামাত কোথায় হয়? [প্রচার মাধ্যমের কল্যাণে এই উত্তরটি জানেন না এমন মানুষ খুব কম। কিন্তু আমাদের তারকারা (মেগা তারকা) লাইফলাইন ব্যাবহার করলেন এটির জন্য। ] আরেকটি প্রশ্ন- ক্যারম বোর্ড খেলায় সাদাগুটি কয়টি? শাকিব খান বললেন, অপু এই খেলাটি ভালো খেলেন তো এটার উত্তর জানবেন।

অপু বলেন শাকিবকে উত্তর দিতে, কারণ অপু ক্রিকেট সম্পর্কে জানেন না, অথচ প্রথমে বললেন, ক্রিকেট তিনি নিয়মিত দেখেন । হায় রে...... আর, কথাবার্তার সময় শাকিবের কথা শুনে মনে হয়েছে, তিনি মানুষকে যথেস্ট সম্মান দিয়ে কথা বলতে জানেন না । অপুর প্রতি তার ব্যাবহার বা নায়করাজ রাজ্জাক কে নিয়ে কথা বলার সময় তার ভংগি দেখে এটা মনে হয়েছে। আমি পুরোটি দেখি নি। কারন হচ্ছে, অপুকে জিজ্ঞেস করা হয়েছিল,নায়করাজ রাজ্জাকের ব্যাপারে তার অনুরক্তি নিয়ে, যার উত্তরে তিনি বলেন ছোটবেলা থেকে তাঁর প্রেমের ফিল্মগুলো দেখে তার মনে হত, তাঁর স্বপ্নের পুরুষ যদি এমন হত, যদিও এখন এমন মনে হয় না।

কিন্তু, যখন শাকিবকে একই প্রশ্ন করা হলো তিনি কি বললেন দেখুন- “আমার মা আমাকে প্রায়ই বিয়ের কথা বলেন আর আমি বলি এবার বিয়েটা সেরেই ফেলব। মা জিজ্ঞেস করেন, কোনো পছন্দ আছে কিনা? আমি মাকে বলি, মা বিয়েটা মৌসুমি কে করব। তার ২টি ছেলেও পাবো। তাহলে এসব (সন্তান নেয়া) ঝামেলাও পোহাতে হবে না” এ কথা শোনার পর আমার দেখার রুচি হলো না। কারণ, একজন সিনিয়র অভিনেত্রীকে নিয়ে এভাবে যে কথা বলে অসম্মান করে, সন্তান কে যে ঝামেলা মনে করে, তার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই।

নাম্বার ওয়ান শাকিন খান হতে পারেন, হয়তো তার অভিনয় অনেক ভালো তাই তিনি এই অবস্থানে আসতে পেরেছেন। কিন্তু, কেউ যখন এ ধরনের অবস্থানে আসেন, যখন তাকে বলা হয় ‘কিং” তখন তাঁর প্রতি প্রত্যাশাও কিন্তু বেড়ে যায়। তকন তার উচিত, কথাবার্তা তেও “কিং” হওয়ার চেষ্টা করা, নিদেনপক্ষে পরিমিতিবোধ রাখা। আজ আসাদুজ্জামান নূরের পাশে এই তারকাদের কিন্তু প্লাস্টিকের তৈরী তারকাই মনে হয়েছে, যাদের অবস্থান বড়জোর বাড়ির ছাদে, আকাশে নয়। সবাইকে আবারো ঈদ মোবারক. একা এক স্বপ্নীল পথিক ০১/০৯/২০১১ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.