শামুক www.fb.com/shamuk.tk
মনে যদি পড়ে ওগো বন্ধু
দেখে যেও আমাকে,
সুখী যদি হও তুমি বন্ধু
দেখে যেও আমাকে,
এই আমি আর নেই সেই আমি
ভালবেসে তোমাকে।
এলোমেলো হয়ে গেছে বন্ধু
জীবনের সব স্বপ্ন,
বেঁচে আছি তবু বন্ধু
বুকে নিয়ে দুস্বপ্ন,
সারাক্ষন হাতে সিগারেট
একটিক্ষন ভুলতে তোমাকে,
এই আমি আর নেই সেই আমি
ভালবেসে তোমাকে।
পারিনাতো ভুলে থাকতে
রাতে আস তুমি রোজ স্বপনে,
মুছে ফেলি জল দুচোখের
একা একা খুব গোপনে,
নেশায় জড়ানো এ জীবন
উপহার দিলে তুমি আমাকে,
এই আমি আর নেই সেই আমি
ভালবেসে তোমাকে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।