আমাদের কথা খুঁজে নিন

   

মাত্রার ইতিবৃত্ত

প্রায় মাত্রা নিয়ে আমরা কথা বলি,অনেক সময় ঠিক বুঝিনা না , এইটা আবারা কি??কোথেকে এল?? ইত্যাদে প্রশ্ন মনে উদয় হওয় । ১ডি অথবা এক মাত্রা, ২ডি অথবা ২ মাত্রা, ৩ডি অথবা তৃতীয় মাত্রা ইত্যাদি । স্ট্রিং থিওরী আমাদের বলে, যে সাব এটমিক পারটিকেল এ আমাদের মহা বিশ্ব গঠিত তা সাধারনত দশ মাত্রার । আমরা আমাদের এই পৃথিবীতে তৃতীয় মাত্রার প্রানী হিসেবে এক মাত্রা, ২ মাত্রা, এবং তৃতীয় মাত্রা আমাদের দৃষ্টিগোচর, হয়ত আমাদের সামনে অন্য কোন চতুর্থ অথবা এর ও বেশী মাত্রার প্রানী বসে আমদের অবলোকন করছে আমাদের অলক্ষে, যা সম্পুর্ন আমাদের ধরা ছোয়ার বাইরে। হয়ত কোন প্রানী আপনাকে আক্রমন করার পায়তারা করছে, কিন্তু আপনি কিছুই বুজতে পারছেন না।

এক বুক জ্বালা নিয়ে আপনি হয়ত প্রথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন, হয়ত আপনাকে দেখে হাসছে ভিন গ্রহের উচ্চ মাত্রার কোন প্রানী । অথবা রাতের ঘুট ঘুটে অন্ধকারে পথ চলতে গিয়ে, হটাৎ চোখের সামনে ভেসে উঠছে প্যারানরমাল কাজ, আপনি ভাবলেন এটা জিন, ভূত টাইপের কিন্তু নাও হতে পারে, যাই হোক বক বক না করে প্রকৃত লেখাই চলে আসি। শুন্য মাত্রাঃ তাহলে বিন্দু থেকেই শুর করি । যে বিন্দু থেকে বিগ ব্যাং সৃষ্টি হয়েছিল । সেই অসীম ঘনত্বের থেকে আজকের এই বিশ্বব্রম্মান্ড ।

. . . . . . . . . জ্যামিতি থেকে আমরা জানি যে এই বিন্দুর কোন দৈর্ঘ্য অথবা প্রস্থ নেই, এর আয়তন নেই । শুধু মাত্র একটি সিস্টেম এর অবস্থা নির্দেশ করছে । এই ক্ষুদ্র কিন্তু বিশাল মহান বিন্দুটিকে আজ ধন্যবাদ । এক মাত্রাঃ যে কোন দুইটি বিন্দু কে জোড়া দিয়ে আমরা একটা রেখা পেলাম । যার শুধু দৈর্ঘ্য আছে কিন্তু কোন প্রস্থ নেই ।

ইহাই হইল এক মাত্রা এথবা ১ ডি । এই রকম লক্ষ লক্ষ বস্তু প্রতি দিন আমরা দেখি। মনের মধ্যে আঁকি, কল্পনা করি । দুই মাত্রাঃ আমরা ২য় মাত্রায় প্রবেশ করব যখন প্রথম মাত্রাকে আরেকটি বাকিটুকু পড়ুন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.