আমাদের কথা খুঁজে নিন

   

বর্তমান বাংলাদেশের রাজনীতিবিজ্ঞান পাঠ এবং ম্যাকিয়াভেলির বচনামৃত



ম্যাকিয়াভেলির প্রিন্স আর ডিজকোর্সেস বই দুটি লেখা হয়েছে ১৫১৩ বা তার কাছাকাছি সময়ে। অন্ধকার ইউরোপের জন্য এ রচনাগুলো ছিল যুগ পরিবর্তন কারী। মধ্যযুগীয় ধ্যনধারনার পজিটিভ যে সব বিষয় ছিল সেগুলো বাদ দিয়ে লিখেন ম্যাকিয়াভেলি। তাই রচনা শৈলীকে আধুনিক যুগের সূচনাকারী না বলে, মধ্যযুগের অবসান বলা চলে। এক্ষেত্রে আলোচনা এটা নয়।

বরং বর্তমান বাংলাদেশের বিশেষ করে সরকারের রাজনীতি ঐ মধ্যযুগীয় বর্বর রাজনীতির চেয়ে কিছুমাত্র ভিন্ন নয় সেটাই এখানে বলতে চাই। ম্যাকিয়াভেলীর কিছু অমৃত বচন এখানে উল্লেখ্যঃ ১. ভাল খারাপের পার্থক্যঃ "সর্বোত্তম ব্যক্তি হলো ধর্ম প্রতিষ্ঠাতা আর শিক্ষিত ব্যক্তি। এরা ভাল। আর ধর্ম সংস্কারক, রাজ্য উৎখাতকারীরা হলো খারাপ" ২. রাষ্ট্রে ধর্মের গুরুত্বঃ "রাষ্ট্রে ধর্মের গুরুত্বপূর্ণ অবস্থান থাকা উচিত। সত্যতার জন্য নয় বরং ঐক্যের ভিত্তি থাকার কারণে" ৩. (যুব)রাজা কাকে সাথে রাখবে? "যতক্ষণ কাউকে বিশ্বাস করা যায় ততক্ষণ।

নতুবা নয় এবং ক্ষেত্র বিশেষে আত্মবিশ্বাসী হতে হবে। " ৪. (যুব)রাজাকে ধুর্ত প্রতারক হতে হবে। "কারণ জনগণ এত সরল আর অবস্থা মেনে নিতে প্রস্তুত যে, একজন প্রতারক সর্বদা একজন প্রতারিত ব্যক্তিকেই খুঁজে পাবে। " =/আপডেট বা দ্বিতীয় অংশ /=

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.