আমাদের কথা খুঁজে নিন

   

প্রায় ২৯ হাজার এ+, কিন্তু ব্যাপারনা...........

হাল যামানার রাজনীতি ভাই করতেছিযে আমরা সবাই............

এবার এইচ,এস,সি তে এ+ পেলো প্রায় ২৯ হাজার ছাত্রছাত্রী। ভর্তি নিয়া ঝামেলা হইবো এইটাতো খুবই স্বাভাবিক। তবে, ঘাবরানোর কিছু নাই, অবশ্যই। এ+ পাওয়া আর ভর্তি পরীক্ষায় উৎরে যাওয়া এক কথা নয়। এটা সবাই কম বেশি জানে।

(যদিও এই ভর্তি পরীক্ষা নামক ব্যবস্থাটিই অত্যন্ত বাজে, কিন্তু এই মুহূর্তে তো আর এটিকে অগ্রাহ্য করা সম্ভব নয়। ) তাই যাদের আত্মবিশ্বাস আছে, এবং বিশেষত বেসিকটা খুব ভালো আছে, তারা অবশ্যই পারবে। এ+ টা কোন ব্যাপারই না। গত তিন বছর যাবত খুব কাছ থেকে প্রচুর এমন নমুনা দেখেছি। তাই আজকে যারা পরিপূর্ণ সফল হতে পারেনি, (অবশ্যই তারা ব্যর্থ নয়, শুধু সফলতার ঝুলিটা একটু খালি আছে।

) আশা করি তারা ইউনিগুলোর ভর্তিযুদ্ধে সফলভাবে কৃতকার্য হয়ে নিজেদের সাফল্যের ভান্ডার পূর্ণ করবে। আর যারা আজকে পূর্ণ সফল তাদের জন্য রইলো শুভকামনা আর সতর্কবাণী। সাবধান ! সামনে কিন্তু ভর্তিপরীক্ষা। বেশি আত্মবিশ্বাসী হবার প্রয়োজন নাই। যতটুকু হলে ভালো, ততটুকু হও।

আভিভাবকদের প্রতি অনুরোধ(জানিনা আমার এ অনুরোধ কোন অভিভাবকের চোখে পড়বে কিনা, কিংবা পড়লেও তারা তা রাখবেন কিনা), শুধুমাত্র এ+ না পাওয়ার কারণে কাউকে মানসিকভাবে টর্চার করবেন না, প্লিজ। এটি একটি জঘন্যতম খারাপ কাজ। আমি নিজে এর ভুক্তভোগী। এ+ আর এ (৫.০০-৪.০০), এর মাঝে খুব বেশি তফাত নেই। আর এ+ এমন কোন রসগোল্লা না, যে সেটা পেলে কেউ মিষ্টির দোকানে শোভা পাবে, আর না পেলে তাকে ছুঁড়ে ফেলে দিতে হবে।

ভর্তি হওয়া আর ক্যরিয়ারের দিকে নজর দেয়াটাই এখন আসল কাজ। সেই সাথে অবশ্যই নিজের পছন্দের বিষয় পড়তে হবে, যেটাতে ইন্টারেস্ট পাইনা, সেটা নিয়ে পড়া যাবেনা, ঐ লাইনে ক্যারিয়ার বেশি উজ্ঝ্বল হলেও। শেষ কথা:: বুয়েটের ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে আমার চরম আপত্তি আছে। স্বীকার করে নিচ্ছি, আমি বুয়েটে চান্স পাইনি। কিন্তু, তারপরও আমি বলবো এবং বলবোই, বুয়েটের পরীক্ষার জন্য বাছাই পদ্ধতিটা চরম ফালতু।

সবাইকে অন্তত পরীক্ষা দেবার সুযোগ দেয়া উচিৎ। আমাদের শিক্ষা ব্যবস্থায় এই জিপিএ-র ১৯/২০ কিভাবে হয় আমরা সেটা সবাই জানি। এর উপর নির্ভর করে একজন ছাত্র/ছাত্রীকে পরীক্ষা দেয়া থেকে বুয়েট কর্তৃপক্ষ কোনভাবেই বঞ্চিত রাখতে পারে না। এটি অন্যায়। চরম অন্যায়।

সবার জন্য শুভকামনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।