আমাদের কথা খুঁজে নিন

   

গোপন কথা ;

একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।

একটা গোপন ইচ্ছহের কথা বলি চুপ করে শুনবে শুধু কোন প্রতিবাদ বা কথাও নয় । ভীষণ ইচ্ছে করে মাঝে মধ্যে তোমার হৃদয়টাকে, পৃথিবীর সবচেয়ে ধারালো যন্ত্রটি দিয়ে রক্তাক্ত করে নিভ ডুবিয়ে, আঙুলে রাঙিয়ে তোমার দুষিত রক্ত_ কিছু কাব্য লিখি যদি সে শুদ্ধই হয় এই আশা নিয়ে ! জবাবদিহিতার প্রহসনে জড়াবোনা তোমায়, শুধু লেপে দেবো রক্তিম কল্পরেখা.. তুমিও শুদ্ধ হতে যদি একবার রাখতে মাথা এই বুকে, চুপ করে ধরে থাকতে ঘাম ভেজা হাত । দুঃসময়ের দমবন্ধ দিন, না খাওয়া সারাটা সময়_ রাজ্যের না পাওয়া বৈধ্ ব্যর্থতা, নির্ভেজাল যন্ত্রণা । গোপন ইচ্ছের কথা বলি ভালোবাসি ! শোন শুধু, বলোনা কিছুই জ্বরে কাঁপে পূজোর মুর্তি_ চমৎকার দিন কাঁদে নির্মল হাসি ! লিখন সেপ্টেম্বর-২০.২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.