আমাদের কথা খুঁজে নিন

   

একখানি অষ্টপদী কবিতা.............

স্বাধীনচেতা একজন মানুষ আমি। জীবনের সব ক্ষেত্রেই যে আমি সফল হয়েছি, তা সত্যি নয়, তবে ব্যর্থ হওয়ার সংখ্যাও খুব বেশি নয়।
ক'দিন যাবৎ দেখিতেছি, বসার ঘরের অ্যাকুরিয়াম খানি খালি অথচ কদিন আগেও সেথায় মৎস ছিল আধা হালি মেজো ভ্রাতাকে শুধাইলাম, "অ্যাকুরিয়ামের মৎস কেমনে হইয়াছে উধাও?" ভ্রাতা কহিল, "অ্যাকুরিয়ামের দায়িত্ব ছোট'র, আমায় কেন শুধাও?" "ছোট, ছোটওওও..." করিয়া উচ্চস্বরে ডাকিয়া হইলাম আমি দিশেহারা অবশেষে বৈকালে আমার ঘরে চুপিচুপি দিল সে পাড়া....... কনিষ্ঠ ভ্রাতা কহিল, "ভ্রাতা, অনাহারে মরিয়া গিয়াছে মাস " কহিলাম, "টেনশিত হইও না, তোমায় আনিয়া দিব অক্টোপাস" (আট লাইনের এ কবিতাটির প্রতিটা লাইন আট শব্দ বিশিষ্ট) কেমন লাগল ?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.