আমাদের কথা খুঁজে নিন

   

একখানি রুমান্টিক কোবতে

আমি এক্সরে , তুমি গামা আমি ঢেকি , তুমি ধামা আমি পুত্র , তুমি কণ্যা আমি টর্নেডো , তুমি বন্যা আমি ইতিহাস , তুমি দর্শন আমি গতিশীল , তুমি ঘর্ষন আমি গ্রীষ্ম , তুমি বরষা আমি অসহায় , তুমি ই ভরষা আমি ভুল , তুমি শুদ্ধ তুমি শান্ত , আমি ক্রুদ্ধ তুমি আয়োডিন , আমি বিসমাথ্ তুমি পেটা লোহা , আমি ইস্পাত আমি ধোপা , তুমি কাপড় তুমি ফ্রাইপ্যান , আমি পাপড় আমি দাবানল , তুমি অগ্নি আমি স্ট্রাগল , তুমি বহ্নি আমি একতারা , তুমি বাঁশি আমি সর্দি , তুমি কাঁশি তুমি ভাঁটা , আমি জোয়ার তুমি চঞ্চল , আমি গোয়ার আমি অতিভুজ , তুমি লম্ব আমি মিনার , তুমি স্তম্ভ আমি ড্রাইভার , তুমি ট্যাক্সি আমি শার্ট , তুমি ম্যাক্সি আমি কান্না , তুমি হাসি আমি তোমায় ভালোবাসি  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.