ডুবোজ্বর
০৮০৩০৭
তীরে যেতে যেতে
পূর্বের সকল বিস্বাদ ফেলে আসি
ফেলে আসি জলতেষ্টার পেছনে
হাতড়ে বেড়াই বালির গভীরতা
ওখানে উজ্জ্বল সপ্তকের মায়া
ঘুমটুম ফেলে দুলছে রোদে
একখানি হরিণের ছায়া
ক্রমশ চক্রমিত প্রগাঢ়প্রমোদে
ভোরবেলা ঠাণ্ডাদেয়াল জাগে
সন্তরণের বাহুতে রহিত শক্তিসুর
নিক্বণমৃতরোদের নূপুর
আমি যাবো পথ করে দাও
জলতেষ্টা আছে আমার কাছে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।