আমাদের কথা খুঁজে নিন

   

পরাবাস্তব ভালবাসা



সবুজ ঘাসের মাঠে ত্রিমাকে ধরতে ছুটোছুটি করছে রিশান। রিশানের চোখ বাঁধা। খিলখিল করে হাসছে ত্রিমা ”আমাকে ধর! আমাকে ধর!”। তার অনিন্দ্য সুন্দর মুখ থেকে স্বর্গের মহিমা ঝরে পড়ছে। কাপড়ের ফাঁক দিয়ে ত্রিমাকে ঠিকই দেখতে পাড়ছে কিন্তু ধরছে না।

ত্রিমার নিষ্পাপ হাসি রিশান তাড়িয়ে তাড়িয়ে উপোভোগ করছে। হঠাৎ করেই ত্রিমার কোমর জড়িয়ে ধরল রিশান। চোখের থেকে কাপড় খুলে দিল ত্রিমা। অপলকভাবে দু’জনে তাকিয়ে আছে পরস্পরের দিকে। আস্তে আস্তে দু’জনের ঠোঁট আরও কাছাকাছি চলে আসল।

দূরে কোথাও মিষ্টি সুরে গান বাজতে শুনল রিশান। ধুপ্ করে স্টিমুলেটরটা বন্ধ করে দিল রিশান। নিজেকে আবিষ্কার করল তার চিরচেনা নভোঃযানের কন্ট্রোল রুমে। পরাবাস্তবতার রেশ পেতেই নিজেকে মুক্ত করল রিশান। স্টিমুলেটর ব্যবহার করা রিশান পছন্দ না করলেও নিঃসঙ্গ নভোঃযানে এছাড়া আর কি বা করার আছে!


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।