আমাদের কথা খুঁজে নিন

   

পরাবাস্তব ফসল

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

কেউ হয় ভবঘুরে, কেউ বাউন্ডুলে অতিশয় সংসারে থেকেও হয় সংসারের বিরাগ-ভাজন কেউ কেউ চিরকাল কুমার-কুমারী থাকে আপন-স্বজন ছেড়ে খোঁজে অন্য কোনো জন অপরের কাছে রাখে অলিখিত হৃদয়ের ঋণ! এ কেমন সৃষ্টিশীল মানব-মানবী তুমি? বাস্তবের ক্ষেতে খোঁজো পরাবাস্তব ফসল! প্রণয়ের অভিমান তোমার-ই সাজে বৈষয়িক ধন তোমার ফেলনা থাকে শত কাঁধে-ঝোলা ব্যাগে ভরো ধনশূন্য দিন!। 20.09.2006

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।