আমাদের কথা খুঁজে নিন

   

পরাবাস্তব



আরো কিছু সময় পর আমি একা হয়ে যাই, আমি একা হয়ে যাই এ সাজানো পৃথিবী থেকে, বাস্তব সময় থেকে কল্পনার জগৎ এ। সময় তখন বহতা নদীর মতো নয়, একটা জমে থাকা হ্রদের মত শান্ত কিন্তু গভীর, যার ভয় জাগানো সবুজ কালো পানিতে অনেক কিছু থেমে আছে। এই সাদা কালো শহর তখন রঙ্গীন, সামনের উচু বাড়িটা একটা সবুজ পাহাড়ের মত কাছে ডাকে আর মৃত গাছগুলো এক একটা মহিরহু হয়ে আকাশ ছুয়ে যায়। পাখিদের কলতান আর ঝিরিঝিরি বৃষ্টিতে সিক্ত সতেজ বনে আমি হেটে যাই বিমুগ্ধ দৃষ্টি মেলে। আমি চাইলেই পাখির ডানায় ভাসতে পারি, একডুবে যেতে পারি বহুদুর, মেঘের ভেলা ফুড়ে আরো অনেক উচুতে। স্বপ্ন যেখানে মিথ্যে নয়, ইচ্ছা সেখানে মৃত নয়, তাসের ঘরের মত ভঙ্গুর নয় সুখের প্রহর আর বেদনা একেবারে মেকি নয়। হঠাৎ করেই আমি কুয়াশায় হারাই, পথ হারিয়ে দিশেহারা হয়ে যাই। তখন আমার সাজানো কবিতা গুলো গদ্য হয়ে যায়, এলোমেলো মিলের মিছিল যেন নিরর্থক বুলির মত নিঃসঙ্গ, একা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।