আমাদের কথা খুঁজে নিন

   

পরাবাস্তব স্বপ্ন

জেগে, ঘুমিয়ে, আড্ডায়, গল্পে, প্রার্থনায়, কবিতায়, সিনেমায়- সবখানে শুধু স্বপ্ন দেখি। গুটিশুটি মেরে শুয়ে থাকা দেহটা একটু নড়ে উঠে। পাশে হেটে যাওয়া ব্যস্ত মানুষের দলের অবশ্য তাতে কোন ভ্রুক্ষেপ নেই। মাঝে মাঝে কেউ কেউ ফিরে তাকায় আপাত প্রাণহীন দেহটার দিকে। কিন্তু সেই প্রাণহীন দেহ দর্শকের প্রাণহীন চোখে তেমন সাড়া জাগায় না।

ব্যস্ত মানুষের দলের হেঁটে চলা থামে না। একবিংশের পৃথিবীতে অনুভূতিগুলোও থেমে থাকে না। হয়তো কারও মনে দেহটার প্রতি একটু করুণা হয়, কিন্তু নিমিষেই বাস্তবতা সেই করুণাকে ছিনিয়ে নেয়। পড়ে থাকা দেহটা আর ৮-১০টা মানবের মত রক্ত-মাংসেই গড়া। তবে ভালো করে খেয়াল না করলে সেই দেহে রক্ত-মাংসের অস্তিত্ব খুঁজে পাওয়া ভার।

কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে দেহটার ভিতর কিন্তু কোন মন নেই। কারণ দেহের মালিক অনেক আগেই তার মনকে ছুটি দিয়ে ফেলেছে। তার সেই মন একবিংশ নিয়মনীতিকে বুড়োআঙ্গুল দেখাতে সিদ্ধহস্ত। এমন মুক্ত- স্বাধীন মন নিরন্তর ছুটে চলা ভাবলেশহীন মানুষগুলোর নেই। একবিংশের মানুষ বাস্তবতাবিবর্জিত "পরাবাস্তব স্বপ্ন" দেখতে জানে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।