আমাদের কথা খুঁজে নিন

   

পরাবাস্তব কবিতা

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

সে ব্রার ভেতর থেকে বেরিয়ে এলো শাফিক আফতাব............ সে ব্রার ভেতর থেকে বেরিয়ে এলো আবার অথই আঁধারে বোরকার ভিতরে লুকিয়ে গেলো আমি তুলতুলে মাছ ভবে ধরতে গেলাম দেখি সেটা ফুটন্ত ফুল হয়ে গেলো। আমি ফুল ভবে শুঁকতে থাকলাম, দেখি ফুলের পাঁপড়িগুলো ঝরে গেছে, তবে ঘ্রাণের কমতি নেই আবার, মৌ মৌ গন্ধে ম ম করছে চারপাশ এমনকি জানালার পাশে যে পেঁপে গাছটি সেও গর্ভবতী হয়ে গেলো।

ইদানিং আঁধার এলে আমি তুলি নিয়ে বসি, একটি তুলিতেই আমি এঁকে যাই পৃথিবীর তাবৎ জলরংয়ের কাজ তুলির ডগায় আমি কবিতার ছন্দ দেই, অমনি মৃদমন্দ বাতাস বইতে থাকে কে একজন বোরকার ভেতর থেকে বেরিয়ে আসে, অতঃপর ব্রার থেকে বের হয়ে উপহার দেয় দুটো ঠাস বুনটের ফল, আমি নেড়েচেড়ে ফলদুটো বুকের দুর্বার সাথে সাথে ঘষি, অমনি আকাশের শশী আমার দিকের চেয়ে হাসে, আমি লজ্জা পাই, তবু অন্ধকারে আমি মূল্যবান খনিজের আশায় সমুদ্রে ডুবি আচমকা তুমি এসে বলো : আমি তোমার রুবি। জানালার ফাঁক দিয়ে দেখি সকাল আটটার রবি তার কিশোর উত্তাপ বিলাচ্ছে পৃথিবীর গায়ে রাজপথে ট্রেন ট্রাক চলছে.......... সকাল সাড়ে আটটার ক্লাস ধরতে আমি বাথরুমে গেলাম......... ২৭.১০.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।