আমাদের কথা খুঁজে নিন

   

পরাবাস্তব অথবা শূন্যতা.....



১. ভোর গুলো নীল হয়ে যায় প্রাক্তন দ্রোহী তখন আশরীরী হতে চায়, ভাবনায় স্বেচ্ছাচারী হয়ে অযাচিত মিশে যায় সময়ের কুয়াশায় । ২. শীতলতা গ্রাস করে একটা দীর্ঘ ছায়া নেমে আসে আমাদের মাঝে ভুল গুলো প্রকট হয়ে উঠে অসংখ্য বিষাক্ত সাপ হয়ে তাড়া করে স্বপ্নে..... তাই আমি নির্ঘুম থাকি । ৩. এখানে শূন্যতা শুধু সত্য । একটি প্রশ্নই শুধু করেছি, কেউ এড়িয়ে গেছে,কেউ পালিয়েছে অথবা প্রাগৈতিহাসিক যুগে আশ্রয় নিয়েছিল.. এখন তাই তাৎপর্যহীন ধ্বনি শব্দ বাক্য পৃথিবীর, নৈবেদ্য এঁকেছে বিমূর্ততা । ৪. আর মাত্র কিছুটা সময়.... তারপর সব-ই শূন্যতা আঁধার প্রকট হলে নিঃশব্দতা গ্রাস করবে সময় মৃত সময়ের অন্তিম যাত্রায় আমি শরিক হব । ৫. অতঃপর আমাদের দেখা হবে তখন কোন সময় থাকবে না, প্রশ্ন থাকবে না, ক্ষুধা ঘৃণা হতাশা সবই অনুপস্থিত.... আমরা দেখব,অনুভব করব.... তখন শূন্যতায় শুধু আমার দ্বৈত সত্তা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।