১২ ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে নজরুল ইনস্টিটিউট। ২৫ থেকে ২৭ আগস্ট জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ অনুষ্ঠান হবে। উৎসবের প্রথম দিন বিকাল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি থাকবেন ঢাকার বিভাগীয় কমিশনার এ এন সামসুদ্দীন আজাদ চৌধুরী। সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য দেবেন নজরুল ইনস্টিটিউটের সদস্য বেগম খিলখিল কাজী। এবার নজরুল পুরস্কার পাবেন অনুপম হায়াৎ (গবেষণায়) এবং এম এ মান্নান (সংগীতে)। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দিনের অনুষ্ঠানমালা শেষ হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।