আমাদের কথা খুঁজে নিন

   

পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টরকে অবরুদ্ধ করে রেখেছে। বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষা আকস্মিক বন্ধ করে দেওয়ায় শিক্ষকরা তাকে অবরুদ্ধ করেন। এ সংবাদ লেখা পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত ছিল। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রাহিদুল ইসলাম রাহি জানান, গতকাল বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ৮টি বিভাগের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সে অনুযায়ী শিক্ষকরা তাদের দায়িত্ব মতো নিজ নিজ পরীক্ষা হলে খাতা-প্রশ্ন নিয়ে হাজির হন। কিছু শিক্ষার্থী পরীক্ষা হলে উপস্থিত হলেও অধিকাংশ শিক্ষার্থী হলে অনুপস্থিত থাকে। নির্দিষ্ট সময়ে কয়েকটি পরীক্ষা হলে শিক্ষার্থীদের মধ্যে খাতা বিতরণ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। পরে তারা জানতে পারেন, কতিপয় শিক্ষার্থী অনুরোধ করায় প্রশাসন পরীক্ষা বন্ধের ঘোষণা দেয়। এ সংবাদ ছড়িয়ে পড়ার পরপরই শিক্ষকরা উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সোহরাব হোসেন, প্রক্টর কামরুজ্জামান, গণিত বিভাগের চেয়ারম্যান রাশেদ কবির, ট্রিপুলী বিভাগের চেয়ারম্যান দীলিপ কুমার ও ছাত্র উপদেষ্টা ড. হাবিবুল্লাহকে অবরুদ্ধ করে রাখেন। পরে ভাইস চ্যান্সেলর ড. মোজাফফর হোসেন ঘটনাস্থলে গিয়ে শিক্ষকদের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করেও ব্যর্থ হন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়।

এ ব্যাপারে প্রক্টর কামরুজ্জামান জানান, শিক্ষকদের দাবির সঙ্গে আমরাও একমত। তবে কেন তারা পরীক্ষা নিয়ন্ত্রকসহ আমাদের অবরুদ্ধ করে রেখেছে বিষয়টি আমাদের বোধগম্য নয়। ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ইব্রাহীম মোল্লা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষকদের সঙ্গে তামাশা শুরু করেছে। পরীক্ষা বন্ধ করে দেওয়ার বিষয়টি আমাদের আগে জানানো হয়নি কেন? আমাদের দাবি মানা না হলে এ কর্মসূচি অব্যাহত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সোহরাব হোসেন জানান, পরীক্ষা বাতিল করা হয়েছে এবং প্রত্যেক শিক্ষার্থীকে আবার পরীক্ষা দিতে হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.