আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নীল রংধণু

Dream Today,Create Tomorrow........

উজ্জল সোনালী আলোয় ঝিলমিল করে শিশির সিক্ত ঘাস আমার সোনালী স্বপ্ন, ভালোবাসা কল্প মাখা দিন, সপ্তাহ, মাস কত ভালোবাসা, কত আশা, স্বপ্ন পাথর দিয়ে বাঁধানো রাজপ্রসাদ তোমায় নিয়ে সাজাই সব, তুমিই আমার রঙ্গীন আকাশ। হঠাৎ........ স্বপ্ন থেকে বাস্তবতায় পদধূলী আমার সাথে আমার স্বপ্নের রাজকুমার কোন ভয় নেই, কোন দুঃখ নেই আমার তাকে ঘিরেই যে আমার শত কোটি ক্ষুদ্র ক্ষুদ্র আশা এরই নাম বুঝি প্রেম এরই নাম ভালোবাসা। কিন্তু.......... আজ কোথায় আমি...? কোথায় আমার স্বপ্ন-ভালোবাসা?? এই কোন রাজকুমার আমার..?? কত যুগ চেনা ছিল আজ এ কেমন সংসার আমার। ভালোবাসা সে তো আজ ধুঁকছে তিলে তিলে হায় ঈশ্বর... এ কোন দাবানল আমার বক্ষদেশে জ্বলে। আর.......... কতো সহ্য করবো, প্রভু আমায় শক্তি দাও নয়তো আমায় তোমার করে নাও আমি......... এখন নিজকে সান্তনা দেই, আমার নতুন অস্তিত্বের ভবিষ্যতের মায়ায় এতো কষ্ট, যন্ত্রণা তবুও তারে গড়ি আমার রক্ত-মাংসে অপার ভালোবাসায়। আজ................ আমার, শুধুই এক রঙ্গের আকাশ শুধুই নীল বেদনাময়, যে দিকে তাকাই অসীম শূন্যতা আমার না বলা অব্যক্ত কত কথা ......... আমি ছুঁই তারে অপার ভালোবাসায়, শুধু সেই দিনের আশায় আদ্র ঠোঁটে স্পর্শ মাখি, তার কুসুম কোমল তণু তুই হবি আমার আকাশ, হবি সাত রঙ্গের রংধণু.................... উৎসর্গ - সেই সকল সাহসী মানুষদের যারা অনেক কষ্ট, ত্যাগের মাঝেও স্বপ্ন দেখে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।