আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নীল ভালবাসা

খুব ঘুম পাচ্ছে , বিছানায় যেয়ে ঘুমিয়ে পড়লাম। অনেক বেলা হয়ে গেছে ,স্কুলে যাচ্ছি ,মনটা ভাল, কি যেন স্বপ্ন দেখেছি অবশ্য মনে নেই। স্কুলের সময় ভালই কাটল বান্ধবীদের আড্ডা গল্প ,অবশ্য ক্লাস ও করেছি মন দিয়ে। বাসায় ফিরতে পথে সেই অতি পরিচিত কণ্ঠ যেন হাজার বছর ধরে চেনা । তাকাতেই দেখি সে, যে বারবার আমার দেখা ।

তাকে দেখে আমি যেন কীরকম হয়ে যাই। মনে হয় সে যেন আমাকে কিছু বলতে চায় । কি ব্যাপার সে কে যাকে দেখলে আমার এমন হল। যাক বাসায় চলে এলাম । মন যেন আরও ভাল ।

দিন কেটে গেল তার কথা ভেবে । রাত হল আমার তো ঘুম আসে না। তার কথা ভাবতে ভাবতে মনে পড়ল সে আমার পরিচিত কিন্তু আমি তাকে চিনি না এরকম ভাবতে ভাবতে নিজের অজান্তে ঘুমিয়ে গেলাম। সকাল হল বরাবরের মত স্কুল থেকে ফিরতে দেখি সেই । আমি যেন স্বপ্নে হারিয়ে গেলাম ।

সে আমাকে একরাশ ফুলের তোড়া দিয়ে আমার হাত ধরে তার ভালবাসার কথা জানাল, আমি যেন তাকে বলার মত কিছুই খুজে পাচ্ছি না শুধু তার দিকে তাকিয়ে আছি । তার ওই সুন্দর চোখের মায়ায় পড়ে গেলাম । কিন্তু তার উপর কিসের এত টান ? তার নাম জানাল নীলয় । কিন্তু আমি কিছুই বলতে পারলাম না । আবার একদিন সে আমাকে একই ভাবে ভালবাসার কথা জানাল শুধু নাম হল স্বপ্নীল ।

আমি যেন তার প্রেমে পড়েছি । হ্যাঁ সত্যিই তাই আমি তার প্রেমে পড়েছি । কেন যে সে আমাকে এত ভালবাসে । আমি বা কেন তার উপর এত দুর্বল । জীবনের সবচেয়ে বেশী আনন্দ যেন এখানে খুজে পেলাম ।

আমিও যেন তাকে আমার ভালোবাসার কথা জানাব । কিন্তু তাকে তো পাচ্ছি না। একদিন পেলাম ,অনেক ভেবে দেখলাম আজ জানাতেই হবে। হ্যাঁ আমি তাকে আমার ভালোবাসার কথা জানালাম । জীবনের এই সুন্দরতম মুহূর্ত আর আছে কিনা জানি না ,হ্যাঁ সে ও রাজী এখন আমারা দুজন দুজনকে ভালবাসি ।

একদিন সাগরের তীরে আমি তার হাত ধরে হাটছি ছোট বড় ঢেউ আমাদের দিকে আসছে । পানির কনা গুলো যেন আমদের স্বাগত জানাচ্ছে। হঠাৎ এ লিজা ওঠ আট টা বেজে গেছে স্বুলে যাবি না ? তাকিয়ে দেখি আম্মু ডাকছে আর আমি বিছানায়। হ্যাঁ এটা স্বপ্ন তবে এই একই স্বপ্ন জীবনে আনেকবার দেখেছি । যখনই স্বপ্নের কথা ভুলে যাই তখনই আবার স্বপ্ন দেখি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।