"চে তুমি বেঁচে ওঠো মোর প্রানে...হৃদপিন্ডে সঞ্চার করো এক ফোঁটা বিপ্লবী রক্ত"
দক্ষিনা বাতাস আজ মৌণ,
শীতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে,
মুক্ত বিহঙ্গ মেলেছে ডানা,
আমি লুকিয়ে আছি তার ডানার ভাঁজে।
বিহঙ্গ উড়ে চলে আমায় নিয়ে তোমার বাড়ির ওপর দিয়ে,
ডানার আড়াল থেকে আমি মুখরিত চোখে তাঁকিয়ে থাকি,
বিহঙ্গ ডানা উচিঁয়ে আমায় প্রকাশিত করে,
তবু তুমি দেখো না আমায়, অধৈর্য আমি- আরও অধৈর্য এখন।
কোন অজানা কারনে, বুকের ব্যাথা অনুভুত হতে থাকে,
হঠাৎ বুকের বাম পাশ ফাঁকা লাগে, যেন হৃদয় নেই সেখানে,
আবার সপ্ন দেখি...হারিয়ে যাচ্ছি আমি, আকাশের নীলে...সবুজ অরন্যে,
একদিন তো হারিয়ে যাব মহাকাশে, কোন এক কৃষ্ণ গহ্ববর-এ...
(আরেকটি স্বপ্ন...)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।