তোমার অপেক্ষায় কেটে যাবে দিনের পর দিন, বছরের পর বছর। হয়তো একদিন জানব কিংবা জানব না যে তোমার সঙ্গে আমার অথবা আমার সঙ্গে তোমার আর দেখা হবে না............। তোমার আমার মাঝের তীরহীন নদী
চলে যাচ্ছে দূর থেকে বহু দূরে,
এখনো বৃষ্টি হয়; ভিজে যাই আমি একা,
তুমি রয়েছ আমার পাশে প্রতিক্ষণ
আমার সত্য মরিচিকায়।
তোমার স্মৃতিগুলোতে ধূলো জমে গেছে,
তবু তোমাকেই চাইছি হৃদয় গভীর থেকে,
আমার স্বপ্ন ও বাস্তবে এক সত্য তুমি।
হয়তো হারিয়ে যাব,
মিশে যাব মহাকালের অচিন গহব্বরে,
শুধু রয়ে যাবে
তোমাকে না বলা একটি কথা
-খুব ভালোবাসি তোমায়।
খুব ইচ্ছে করে
তোমার কাজলকাল চোখে তাকিয়ে থাকি
মোমবাতির মৃদু আলোয়।
তাকিয়ে থাকি তোমার টিপ দেয়া কপালে
পরিপূর্ণ তৃপ্ত নয়নে।
দেখে যাই তোমার নিষ্পাপ হাঁসি
গভীর অনুরাগে।
হারিয়ে যাই কোন এক অজানা পথে
হাতে হাত রেখে।
বলে যাই বার বার সে না বলা কথা
-খুব ভালোবাসি তোমায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।