নিজ ভাষার প্রতি মমতা বিশ্বের সব ভাষার লোকদেরই রয়েছে। তবে আমরা, বাংলাদেশের লোকজন, বোধহয় এ ব্যাপারে একটু বেশীই গর্ব করতে পারি। কেননা, একমাত্র আমাদেরই বোধহয় ভাষার জন্য দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে।
কিন্তু আমাদের দেশের তৈরি অনেক পণ্যের দিকে তাকালে কষ্ট পেতে হয়। ইদানিং অধিকাংশ পণ্যের গায়ে ইংরেজি ভাষায় পণ্যের গুণাগুণ লেখা আছে; আছে আরবী ভাষায়ও । শুধু বাংলা কোন বর্ণমালা নেই!
বাংলাদেশের পণ্য হিসেবে পণ্যের গায়ে বাংলা ব্যবহৃত হবে, সেটাই স্বাভাবিক এবং কাম্য। আমি নির্দিষ্ট করে কোন পণ্যের নাম বলছিনা; সচেতন ব্যক্তিরা বোধকরি উদাহরন পেয়ে যাবেন।
সুধী প্রস্তুতকারকগন, আমরা কি এটুকু প্রত্যাশাকরতে পারিনা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।