বসুন্ধরা গ্রুপকে রাজউকের আল্টিমেটাম চিঠি.....
খবরটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ন মনে হলো এবং ভালো্ও লাগলো। হ্যাঁ, আমরা এটাই তো চাই। অন্যায় করলে তাকে একদিন জবাবদিহি করতেই হবে।
রাজউক বসুন্ধরা গ্রুপের ৫৩টি অবৈধ ভবন চিন্হিত করেছে। এবং চিঠি দিয়ে ৭দিনের মধ্যে জানাতে বলেছে।
এটা দেশের তথা সরকারের জন্য একটা বড় চ্যালেন্জ্ও বটে। এরা এমন ক্ষমতাবান ব্যাক্তি বিভিন্ন রাজনৈতিক দলের কারনে পার পেয়ে যায়। আশা করি এইবার আর সম্ভব না। কারন এর মধ্যে আমাদের মাঝে থেকে অনেক জীবন হারিয়ে গেছে রাজউকের দায়িত্ব হীনতার জন্য। আর সরকারও ভেবে চিন্তে কাজ করবে।
কারন জনগন এখন আর হৈ চৈ করবে না, নিরব ভোট বিপ্লবের মাধ্যমে রায় দিবে। উদাহরন সম্প্রতি চট্টগ্রামের নির্বাচন......
আমরা শুধু এই ধরনের কাজ ত্বত্তাবধায়ক সরকারের সময়-ই দেখে থাকি। কারন তাদের কোনো স্বার্থ থাকে না । তারা শেখ হাছিনা , খালেদা জিয়া সহ .. অনেক গুরুত্বপূর্ন ব্যক্তিকে দেখিয়ে দিয়েছেন আইন কাকে বলে...
এক্ষেত্রে আমি জনাব ডঃ ফকরুদ্দিন সাহেব কে স্যালুট দিবো।
রাজউকতো গভীর ঘুম থেকে জেগে উঠলো, কিন্তু এখন উঠার পালা দূর্নীতি দমন কমিশনকে, কারন নতুন সরকার আসার পর এটি আস্তে আস্তে দুর্বল হতে চলছে।
আমরা জানিনা সেই বন খেকো গণি মিয়া....বসুন্ধরা গ্রুপ থেকে ৫০কোটি টাকার বিনিময়ে একজন অপরাধীকে বাচিয়ে দেয়া....ইত্যাদি ইত্যাদি....
আমরা কবে দেখবো, নির্বাচিত সরকার নিজেদের স্বার্থ না ভেবে শুধু দেশের জনগনের তথা দেশের স্বার্থে কাজ করে যাবে...???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।