প্যারিস অপূর্ব নগরী
প্যারিস অপূর্ব নগরী
বর্ণনা কিভাবে করি।
নগরীর তুলনা নাই
ঘুরে দেখবেন তাই।
যেন শিল্পীর অংকনে উদ্ভাসিত
নানা রংয়ের আলোয় আলোকিত।
ব্যস্ত মনোরম নগরী প্যারিস
ফ্রান্সের রাজধানী প্যারিস।
না দেখলে থাকবে অসম্পূর্ণ
প্যারিস নগরী নয় জীর্ণ।
বলার অপেক্ষা রাখেনা
অনন্য নগরী ছাড়া অন্য কিছু না।
আইফেল টাওয়ারে রাতে
লাখ লাখ রঙিন বাতিতে।
নানা রঙ বদল করে
বাতি নিভে আর জ্বলে।
নিজের চোখে না দেখলে
বলা দুস্কর কেমন লাগে!
৬ হাজার দর্শনার্থী পারে উঠতে
একইভাবে তারা পারে নামতে।
টাওয়ারের উচ্চতা ১৩৮১ ফিট ৭ইঞ্চি
শুনে দিলেনতো মুখ ভেংচি!
ওজন ১০ হাজার ১০০ টন
কি আশ্চর্য ব্যাপার কন!
সিঁড়ি/লিফ্ট থেকে ৩০ মিলিয়ন
দর্শনার্থী করতে পারে ভ্রমণ।
প্যারিসের সৌন্দর্য চমৎকার
অবদান মহান স্রষ্টার
জীবনে দেখা দরকার।
পুলিশের ব্যবহার ও ভদ্রতা
বলে শেষ করা যাবেনা তা।
রাজধানী প্যারিসের রাস্তায়
হোটেল-রেস্ট্যুরেন্টে ভীড় বেজায়।
বোট দিয়ে ভ্রমণ মনোমুগ্ধকর
অভিনব-অপূর্ব-চমৎকার।
৬.৫০ কোটি জন অধ্যসিত
সৌন্দর্য অপূর্বরুপে বিকশিত।
রাজধানীতে মাত্র ১০ লাখ লোক
চলাচলে নেই কোন দুর্ভোগ।
শহর স্বল্প অর্থে বেড়ানোর
সুব্যবস্থা আছে আরিয়ার মেট্রোর।
প্যারিস নগরটা চমৎকার
মূলতঃ এক সুন্দর উপহার।
আইনের প্রতি সকলে শ্রদ্ধাশীল
মানুষগুলি সকলেই যেন সুশীল।
নিয়ম-নীতি-শৃংখলা
অনাবিল শান্তি চলা-বলা।
নগরটি ছবির মতো সাজানো
মনে হয় ছিমছাম গোছানো।
দেশটিতে মরক্কো-আফ্রিকান
নিগ্রোবাসী-আলজেরিয়ান
বিভিন্ন দেশের লোকে লোকারন্য
বাংলাদেশ ও ভারতের সংখ্যাও নয় নগন্য।
ফরাসীবাসী ফুল ভালবাসে
তাই ফুল উপহার দিয়ে থাকে।
ফ্রান্সের পারফিউম বিশ্বখ্যাত
দেশ-বিদেশে যাচ্ছে প্রতিনিয়ত।
(উৎস: পত্রিকা এবং আরো অন্য)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।