সিঁড়ি টপকে যাচ্ছি। খুব ঘন হয়ে কালিগোলা আঁধার বসে আছে কার্ণিসে।
মাতিসের হাঁসের মতো ডানা ঝাপটানো আলো ছড়িয়ে ছিটিয়ে আছে মেঝেয়। চৌকোণো এইসব আলোয় কাঁপছে শিখা।
আঁধারসমূহ এমন জট-পাকানো যেন মাকড়শা-জাল।
উড়ে যাচ্ছে চামচিকেগুলো-
প্রতিবিম্ব-ডানা কাঁপছে ফলশা আলোয়
আর আলো ফেটে ফেটে যাচ্ছে যেন এ্যাক্রিলিকে আঁকা ক্যানভাস।
এরই ভেতর রম্বসাকৃতি পা ফেলছি পা নামাচ্ছি
থিকথিকে রক্ত কি কাদার ওপর
ঠাহরবিহীন আমরা টপকে যাচ্ছি জেঁকে বসা কালিঘোলা আঁধার;
চিলতে আলোকে উপেক্ষা করে
আমরা এক অনন্ত সিঁড়ি ভাঙছি আরেকটি অনন্তকে মনে রেখেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।