আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ সিঁড়ি

আমি নীল, আমি কালো, আমি মন্দ হয়েও ভালো

সিঁড়িটার প্রতি ধাপে একটা একটা কমলা গোলাপ, দূর থেকে তুই ভেবেছিলি, শতটা প্রদীপ রেখে জ্বেলেছি আগুন। সিঁড়িটার প্রতি ধাপে আগুন আগুন টুকরো প্রেম, হাত সেঁকে তুই নিয়েছিলি, মুঠিতে হৃদয় চেপে দিয়েছিলি ওম। সিঁড়িটার প্রতি ধাপে আচমকা আচমকা আদর, উদগ্র তুই হয়েছিলি, আমিও থাকি নি জড়, খেলেছি- সয়েছি। সিঁড়িটার প্রতি ধাপে শ্যাওলা- নোনায় ক্ষয়া ইট। দাঁত বসিয়েছে আধ-যুগ, জমানো পায়ের ছাপ গল্প শোনায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।