আমাদের কথা খুঁজে নিন

   

সিঁড়ি ও সমুদ্র

ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,

সিঁড়ি ও সমুদ্র -আবু মকসুদ দরোজার আগল ভেঙ্গে নেমে গেছে সিঁড়ি দুঃখ পেয়ে অভিমানী বৃক্ষটি পরাজিত পাখির চোখে মাখিয়ে দেয় চন্দ্রিমার ক্ষয়দাগ নিজেকে ছাড়িয়ে যেতে সেই সিঁড়ি আছড়ে পড়ে সমুদ্রের বালির উপর ঝড়ো বাতাস ক্রুশের ফলকে বিদ্ধ হয়, রক্তবিন্দু ঘনায়মান হয়, অমসৃণ ঋজুপথে দুনিয়ার সার্কাস দেখে অভিমানী বৃক্ষ পরাজিত পাখিকে শেখায় সত্যের ধারালো হাসি, দরোজার সুরক্ষিত আবহে ঝুলে সিঁড়ির অতৃপ্ত আকাশ আকাশে উড়ছে পালক অনন্ত দুপুরে দাঁড়িয়ে আছে সিঁড়ি, একাকী পাথরের মতো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।