আপাতত শেষ করছি , পরে আবার শুরু করব
শুধুমাএ ফান করার জন্য প্রথমে খোলা হয়েছিলো ফেসবুক এর ছোট্ট একটি গ্রুপ যে গ্রুপ এর নাম "আমরা খাটি গরীব"। প্রথমে গ্রুপটিতে শুধুমাএ ফান ই হত।
কিন্তু হঠাৎ করেই গত শীতে গ্রুপটি থেকে নেয়া হলো একটি সিরিয়াস প্রজেক্ট যার নাম ছিলো "প্রজেক্ট শীতবস্ত্র বিতরন" । ছোট্ট গ্রুপের সদস্য সংখ্যা তখন মাত্র ১৬০০ এর কোটায়। ১৬০০ মেম্বাররাই মাত্র কয়েকদিনে একটি অসাধ্য সাধন করে ফেললো।
পুরো দেশ থেকে সংগ্রহ হলো ৫০+ বস্তা শীতবস্ত্র। আর দেশী ও প্রবাসীদের মিলিত সাহায্য মিলে পাওয়া টাকার অংকের পরিমাণ দাড়িয়েছিল প্রায় 90 হাজার। যদিও টাকার অংকটা খুব বেশী না তবুও ১৬০০ মেম্বারের ছোট্ট একটি গ্রুপ এর জন্য্ একেবারে কম নয়। অন্তত ১৬০০ গ্রুপের একটি একটি ফেসবুক গ্রুপের জন্য অনেক। সব টাকা পয়সা আর সাহায্য বিতরণ করা হয়েছিলো কুড়িগ্রামের একটি অঞ্চলের শীতার্তদের মাঝে।
আমরা চাই সবাই মিলে ভাল উদ্য্যোগ নিতে । তাই ছোট্ট গ্রুপের সদস্যরা আবারো একটি প্রজেক্ট হাতে নিয়েছি। এবার এর প্রজেক্ট "পথশিশুদের ফল খাওয়ানো"। হ্যা, এইবার পথশিশুদের ফল খাওয়ানো হবে। এর জন্য আবারো গ্রুপের মেম্বাররা হাত বাড়িয়েছে সবার কাছে।
এখন আমাদের গ্রুপের সাদস্য সংখ্যা দাড়িয়েছে ২৪০০ জন। প্লিজ যে যত পারেন একটু সাহায্য করেন। আমরা জানি আমরা এবারও নিরাশ হবো না। পথশিশুদের ফল খাওয়াতে সবাই এগিয়া আসবে।
সাহায্য পাঠানোর ঠিকানা
রোহিত হাসান কিসলু
ডাচ বাংলা ব্যাংক
একাউন্ট নাম্বারঃ 110.101.97783
সাহায্য পাঠানোর শেষ তারিখ ১৬ জুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।