দেখবেন নাকি একবার ব্যবহার করে :) গতবার প্রজেক্ট ৩৬৫ শুরু করেও শেষ করতে পারলাম না। এবার শখের ফটোগ্রাফী (Amateur Photography) গ্রুপের ডাকে আবার সাহস করছি, আরেকটা চেষ্টা ।
যদিও এটা শুরুর প্ল্যান ছিল ১লা জানুয়ারি থেকে। কিন্তু কালকে কিভাবে যেন ছবি তোলা হল না। সে যাক -
আজকে সকাল থেকেই বাসার সামনের ফঁাকা জায়গায় কিজানি প্রোগ্রাম হচ্ছে, মাইকে সকাল থেকে চলছে ধুমায়ে ভাষন (যদিও একটা শব্দও খেয়াল করিনি) ।
বিকালে শুরু হল সেইরকম গান (যারে বলে অসম (তবে পাড়ার চায়ের দোকানের জন্য) ) , এই গান শুনে মনে মনে কইলাম এর চাইতে জাতির প্রতি দেওয়া ভাষন গুলাই ভাল ছিল। মেজাজ হইল চরম খারাপ। তারপরও কি আর করা কামলা দিচ্ছিলাম (মানে ল্যাপটপে গুতাগুতি (আমার বাসার মুরুব্বিদের তাই ধারনা))।
রাত আনুমানিক ৯টা বা তার একটু পরে হঠাৎ শুনতে পেলাম আতশবঁাজির শব্দ। তানিয়া ও আমি দিলাম দৌড় জানলার কাছে।
দেখি আকাশে সেই রকম রংএর খেলা। দৌড়ের ফাকে দেখলাম তানিয়া অলরেডি ক্যামরা নিয়ে এসেছে। জানালার ফঁাক দিয়ে কয়েকটা ছবি নিয়ে বুঝতে পারলাম এভাবে তোলা সম্ভব না।
সো নেক্সট প্ল্যন ছাদে যেতে হবে। যেমন প্ল্যন তেমনি দৌড় , সাথে ট্রাইপড আর ২ টা ল্যান্স।
ছবি তোলায় এখন বাচ্চা বলে তেমন ভাল তুলতে পারি নি।
কিন্তু আমি খুশি, যাক প্রজেক্ট ৩৬৫ আবার শুরু করলাম। সাথে থাকুন, দেখি শেষ করতে পারি কিনা।
ফ্লিকার : Click This Link
500px : http://500px.com/photo/22111941
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।