নগন্য মানুষ আমি, বলার কিছু নাই।
আমি গান ভালো বুঝিনা.. তবেএই এলবামটা বেশ ভালো মনে হইসে.... কোনো বিজ্ঞাপন নয়। ভালো লেগেছে বলেই লিখছি।
অনেকে নতুন ফিউশন পছন্দ করে না.. আমি সেই দলে না, তবে অনেকে যেমন ক্লাসিক গানগুলার "ইয়ে" মেরে দেয় ইফেক্ট দিয়ে ঐটাও আমি ঠিক সমর্থন করতে পারি না.. আমার মতে এই পুরানো গানগুলা নতুন করে আধুনিক ইন্স্ট্রুমেন্ট দিয়ে করা দরকার আছে। তা না হলে হয়তো "ইয়ো চিল চিল" মার্কা র্যা পের যাঁতায় চাপা পড়ে আমাদের প্রজন্ম একদিন হয়তো এই গানগুলির অস্তিত্ব সম্পর্কেই অজ্ঞ থাকবে।
কয়েকটা গানের শুরু আমার পছন্দ হয়নি.. মনে হয়েছে বাড়াবাড়ি... তবে গায়কের গলা অসম্ভব ভালো লেগেছে।
অ্যালবামটায় আছে -
১) অমৃত মেঘের বারি
২) পিরিতি
৩) এই যে দুনিয়া
৪) সে জানে আর আমি জানি
৫) রইলাম তোর পিরিতের আশায়
৬)দেহ ঘড়ি
৭) মনে যারে চায়
৮)চলো না হই উদাসী (কিশোরী)
৯) ডুবলে পরে রতন পাবা
১০) শ্যাম কালিয়
দুয়েকটা গান সংযুক্ত করে দিতে চেষ্টা করেছিলাম.. কেমনে করে জানি না..
অ্যালবামটা এখানে আছে-
http://community.polapain.com/about10117.html
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।