Everything in the world has an expirary date, even relationship.
ফেসবুক। অবসর সময়ের বেশিরভাগ সময় কাটাতাম ফেসবুকে। হার্ডকোর ইউজার বলে অনেক কিছুই চোখে পড়তো।
যেমন ধরা যাক সার্চ অপশনের কথা। লোকেশন, স্কুল/ইউনিভার্সিটি, ওয়ার্ক-প্লেস --- এই তিন ভাবে যে-কোন প্রোফাইল সার্চ দেওয়া যায়।
একটা নাম লিখে সার্চবক্স: লোকেশন-এ ঢাকা লিখলাম। রেজাল্ট দেখেন:
ফলাফল: ইন্ডিয়ায় একটা আর পাকিস্তানে ৩ টা ঢাকা নামে শহর আছে।
"বাংলাদেশ" লিখেছিলাম, রেজাল্ট "No matches Found" .. রেজাল্ট পাওয়ার কথা-ও না, এখানে লোকেশন বলতে সিটি/স্টেট-কে বুঝানো হচ্ছে। তারপর কি যেন মনে করে "বাংলা" লিখলাম,
ফলাফল: বাংলা দিয়ে ইন্ডিয়া/পাকিস্তান ভরে গেছে।
আমার টেকনিকেল জ্ঞান কম।
কি কারণে এসব দেখতে পেলাম জানি না। তারপরও ফিডব্যাক-এ মেইল করলাম।
এরপর আসা যাক নতুন প্রোফাইল ইনফো-এর "হোমটাউন"-অংশের কথা। আপনার হোমটাউন যদি "নোয়াখালি" হয় তবে ফেসবুকে বর্তমানে তা দেখাবে "নোয়াখালি, চট্টগ্রাম, বাংলাদেশ"।
আচ্ছা, মাঝখানে "বিভাগ" অংশটা রাখার কি খুব প্রয়োজন ছিল? শুধু "নোয়াখালি, বাংলাদেশ" - লিখলে হতো না? আচ্ছা, ধরে নিলাম ফেসবুক অথরিটির অনেক প্রয়োজন ছিলো।
"রংপুর"-জেলা এখন বিভাগ হয়েছে। তাই সে অনুযায়ী কি "রংপুর বাংলাদেশ"-এর পরিবর্তে "রংপুর, রাজশাহী, বাংলাদেশ" লেখা-টা ঠিক? ধরে নিলাম ফেসবুক এটা জানে না যে রংপুর বিভাগ হয়েছে। নিজের হোমটাউন, তাই ফেসবুক-কে জানানো কর্তব্য মনে করলাম। একটা গ্রুপ খুলে ফেললাম ফেসবুকে।
শতাধিক মেম্বার সাথে সাথে গ্রুপে জয়েন করলো।
ফেসবুকের ফিডব্যাকে মেইল করলাম।
নিজে মুসলমান। এক্সট্রিমিস্ট না, তাই বলে আল্লাহ আর মহানবী(স) এর নামে খারাপ কিছু বললে বসে থাকতে পারি না। স্ক্রিনশট দেওয়ার মনে হয় প্রয়োজন নেই, যারা ফেসবুক ব্যবহার করেন তারা সবাই জানেন যে আল্লাহ আর মহানবী(স) কে নিয়ে ব্যঙ্গ করে ফেসবুকে কিছু গ্রুপ আছে। মুসলমান হিসেবে দায়িত্ব পালন করলাম।
গ্রুপের বিপক্ষে রিপোর্ট করলাম। পাশাপাশি "নিজামি" রাজাকার-এর নামে খোলা ফ্যানক্লাব এর বিপক্ষেও রিপোর্ট করলাম।
সর্বশেষ ফলাফল: পিকচারটা ভালো করে দেখেন ...
ফেসবুকের মতে আমি ক্রিমিনাল, মানুষকে থ্রেট দেই, আমি আর কোনদিন ফেসবুক ইউজ করতে পারবো না, আপিল-ও করতে পারবো না।
আর এর সাথে হারালাম কয়েকশ দেশী-বিদেশী ফ্রেন্ড, হাজার-খানিক ইমেজ, নিজের কয়েকটা ভিডিও, গুরুত্বপূর্ণ লিংক, অনেক গল্প-কবিতা[নোট], নিজের ম্যাগাজিনের ফ্যানপেজের অ্যাডমিনশিপ, স্যার ওয়েস্টার্ণ মিলন ফ্যান-ক্লাবের অ্যাডমিনশিপ ..... এবং বিদেশের মাটিতে থেকে শতাধিক দেশী ফ্রেন্ডদের সাথে কমিউনিকেশন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।