ধন্য রাজা ধন্য,দেশ জোড়া তার সৈন্য!
মস্ত রাজা হেলে দুলে
যখন তখন চড়ান শূলে।
মুখটি খোলার জন্য, ধন্য রাজা ধন্য।
(শামসুর রাহমান)
গতকয়েক দিন আগে দেখলাম আমাদের জাতীয় নেত্রীদের নিয়ে ব্যাঙ্গ করার কারনে বাংলাদেশে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে। আজ আবার দেখছি আমার দেশ নামক একটি জাতীয় দৈনিক বন্ধ করে দেওয়া হয়েছে। অবাক হয়েছি,তিব্র নিন্দা জানাচ্ছি এসব গতবাধা বুলি আওড়াবোনা।
বরং অতি সাধারন নাগরিক যারা কিনা রাজনিতী নিয়ে মন্তব্য করতেও ভয় পায়,"পাছে RAB এ কিছু বলে" এই ভয়ে,তাদের একজন এর মতো আমার মনেও কিছু প্রশ্ন উকি দিচ্ছে। এই দলটিই কিনা বাংলাদেশে মুক্তচিন্তার একমাত্র পরিবেশক বলে এতবছর যাবত নিজেদের কে দাবী করে আসছে। গনতন্ত্রের পিতা,মাতা,ভগনী সবই কিনা এই দলেরই ওরসজাত সন্তান। ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলে বলে যারা মুখে ফেনা তুলে ফেলছেন। তারা কি ভাবে এই কাজ গুলো করে!!! এতো দেখি সুকুমার রায় এর সেই,
ভয় পেয়োনা ভয় পেয়োনা তোমায় আমি মারবোনা...বলে এর পর মুন্ডু চিবিয়ে খাওয়া।
হায়রে আমার দেশ, আর আমরা নির্লজ্জ জনগন এদের হাতেই ক্ষমতা তুলে দেওয়ার জন্য নিজের জীবনটাও অবলিলায় দিয়ে দেই। আমাদের জন্য বোধ হয় এরাই ঠিক আছে,শাস্ত্রের কথা,
যেমন কুকুর,তেমন মুগুর!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।