পঙ্খিরাজে চাদেঁর দেশে
দিনবদলের ডিজিটাল আজ জনগনের সর্বনাশ
গ্যাস বিদ্যুত পানি নিয়ে এখন সদা নাভিশ্বাস
শহর গ্রাম সবখানেই সবার এই হায়হুতাস,
মন্ত্রী যন্ত্রী সবাই শুনায় নিত্য এক ইতিহাস।
ডিজিটাল দেশ গড়ব মোরা করব আমদানী
ভারত থেকে সময়মত গ্যাস বিদ্যুত পানি।
চারদলীয় জোট সরকার খেয়েছে লুটিপুটি,
বিদ্যুত খাতে খেয়েছে বিশ হাজার কোটি।
লুটেপুটে খেয়েও দেশ হয়নি এত অন্ধকার
ষোল্ল মাসে করলে শত টেন্ডারবাজি মার্ডার।
পানির জন্য হন্য মানুষ ঢাকয় যেন কারবালা
বিদ্যুতের জন্য কারখানাতে দিচ্ছে রোজ তালা
গ্যাসের কথা বাড়ায় ব্যথা যায় না করা রান্না
দিনবদলের ফেরিওয়ালা শুনে না এই কান্না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।