আমাদের কথা খুঁজে নিন

   

দিনবদলের পালাগান



দিনবদলের পালাগান- পড়তে প্রতিদিন চোখ রাখুন বাংলার দপর্নে প্রতি বৃষ্হপতি রাত ১১ টায় ও শুক্রবার সকাল ১০টা ৩০মি পরিবর্তিত সময়সূচী: প্রথমিক স্কুল (সরকারী)-৯.৩০ থেকে ৪.১৫ উচ্চ স্কূল, কলেজ,স্কূল(ইংরেজী মাধ্যম)-৭.০০/৮.৩০ থেকে ১.০০/২.৩০ সরকারী, আধাসরকারী,সায়িত্বশাষিত সকল প্রতিষ্ঠান-৯.০০থেকে ৫.০০ বেসরকারী, ব্যাংক,বীমা ইত্যাদি প্রতিষ্ঠান সমুহ ১০.০০থেকে ৬.০০টা বেসরকারী প্রতিষ্ঠান সমুহে কর্মেরত চাকুরীজীবি লোকজন পরিবারে এমনিতেই সময় দিতে পারে কম, এর মাধ্যমে অনেকের ছেলেমেয়ের সাথে কবে দেখা হবে সে নিজে বলতে পারবে না। সরকার অনবরত চেষ্টা করে যাচ্ছে বাংলার জনগনের মুখে হাসি ফুটাতে। ইতোমধ্যে কয়েকদফায় অফিসের সময় পরিবতর্ন , দিনের আলো সবোর্চ্চ ব্যবহার এসব কিছুই সরকারের স্বদ ইচ্ছারই প্রতিফলন। যুদ্ধক্ষেত্র পরীক্ষার ময়দান না । এখানে সেনাপতির নেতৃত্ব, প্রঙ্ঘা, বিচক্ষনতা আর সহনশীলতার পরিচয় পাওয়া যায়। আর তার সামান্যতম ভূল অনেক বড় ক্ষতির কারন। জননেত্রী শেখ হাসিনা বিশ্বে ৭৮তম প্রভাবশালী মহিলা এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমণ্ত্রী যিনি এতবড় জনসমথর্ন নিয়েএসেছেন।তার প্রতি আমাদের একটাই অনুরোধ আমরা যেন গিনিপীগ হয়ে না যাই প্রযুক্তি

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.