Cheiro Sharier এর বাংলা ব্লগ
হ্রদয়ের কুইন সে থাকো কুইন্সে
১০ হাজার মাইল দুরে ইউ.এস.এ!
চুপি চুপি কথা বলে মোর কানে কানে
সব ব্যাথা ভুলে যাই, আশা জাগে মনে!
চাঁদ’টাকে পেয়ে যাই এ দু’হাতে
মনে হয় সে যেন আছে মোর সাথে!
শিহরিত এই আমি অজানা আবেশে
আকাশ কুসুম ভেবে যাই থেকে বাংলাদেশ,!
কত সময় পার করেছি বলে মনের কথা
ভেবে শুধু অবাক হই, হয়নি আজো দেখা ,!
১৫ ই অক্টোবরের ২০০৭ এ
পরিচয় হয়ে ছিলো এক মধুর রাতে,!
সেই থেকে আজ অবধি তার প্রতীক্ষায়
বছর সম যাচ্ছে সেকেন্ড আশা-নিরাশায়,!
দিন-বছর যাচ্ছে চলে বয়স যাচ্ছে বেড়ে
ভালোবাসার স্বপ্নগুলো যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে,!
চাইলেই তো যায় না যাওয়া ঐ দুরদেশে
কত-শত নিয়ম রীতি সেই দুতাবাসে,!
প্রিয়া আমার বড় একা রিক্ত অসহায়
রুদ্ধশ্বাসে কাটছে সময়-আমার প্রতীক্ষায়!
এক ধরণীর দুই বাসিন্ধা, দুরত্ব কি যায় আসে?
স্বপ্নের ঐ ডানা মেলে যাবো প্রিয়ার কাছে,!
কত স্বপ্নের স্বপ্নগুলো হচ্ছে যে ম্লান
কিছুই করার নেই সাধ্য ডুকরে কাঁদে প্রান,!
দু’চোখেতে সুনীল আকাশ নীল-নীলিমায়
অপেক্ষার এই অশ্রু মিশে যাবে নায়াগ্রায়,!
রংধনুর ঐ সাত রঙ্গেতে রাঙ্গাবো তার হাত
“হাডসনের” ঐ নদীর তীরে, হবে বাসর রাত,!
স্বপ্নের মাঝেই স্বপ্ন দেখি, গভীর ঘুমের ঘোরে
ভোরের আলোয় সব হারিয়ে সিক্ত নয়ন জলে,
কুকড়ে উঠি বুকের ব্যাথায় জেগে থাকি একা
যদি কভু-না হয় মিলন-না হয় কভু দেখা!
এ পৃথিবীর কেউ কোনদিন জানবে নাকো
এ বিরহ ব্যাথা............................!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।