উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি
(উৎসর্গঃ গেওর্গে আব্বাসের কেদার ভাদুড়ী-রে)
আমার প্রেয়সী বাঘের ছালে ঘুমায়, ভালুকের নখে তার হাসি জমলে
বনপাখিদের ডানায় উড়ে গিয়ে বসি, সূর্যাস্তের উরুতে
দেখি সেই দেহবীর - সিংহরাজ, প্রেয়সীর মুখে মুখ ঘষছে,
বৃক্ষের বল্কলে মুখঘষার
দাগ ভেসে উঠছে। আর তাতে আমাদের দেহতাপের বিজ্ঞাপণ
লাফিয়ে লাফিয়ে ঠোক্কর মারছে।
ভাড়াটে বুদ্ধিজীবী আর তরল কবিদের মগজ দিয়ে বানানো স্যূপ খায়
যেসব হুলো, তাদের চন্দন কাঠের দরোজা নাই।
আমার প্রেয়সীর আছে বনভোজনের রাতের মতন খাট,
বাঘ-ভালুকের আস্তানা
সেইখানে প্রেয়সী আমার ভালুকের খাঁচায় - রাজনীতি আর ধর্মনীতি
একহাতে নাচায়।
আমি তারে রোজ রাতেই ভালবাসতে চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।