আমাদের কথা খুঁজে নিন

   

প্রেয়সী ঘুমিয়ে থেকোনা এই অবেলায়

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

প্রেয়সী এভাবে ঘুমিয়ে থেকোনা শরীরের সাথে একাকী জড়াজড়ি করে যখন লালমনিরহাটে মারা যাচ্ছে এক ডজন মানুষ প্রেয়সী এভাবে আড়মোড়া দিতে নেই কোন স্বপ্নকে নিজের ভেতরে লুকিয়ে বারংবার মরে মরে ভরদুপুরে ছয় তলার দগ্ধদীপ্ত আধকামরায় প্রেয়সী এভাবে উত্তর কোরোনা মুঠোফোনে, বিছানার চাদরে অথবা অনিয়মিত রক্তস্রাবে প্রেয়সী এভাবে ঘুমিয়ে থাকতে নেই উষ্ণতার দিকে পিঠ ফিরিয়ে খন্ডকালীন বিরতির একাকী আত্মমগ্নে জেগে ওঠ প্রেয়সী তুমি যেটাকে শিল্পিত বিকেল বলে ভুল করছ সেটি ক্রমশ গাঢ় হয়ে আসা মহাকাব্যিক অন্ধকার অন্ধকারে নেকড়েরা হানা দেয় অন্ধকারে গন্ধরাজগুলো ক্ষয় হয় অন্ধকারে ঘুমিয়ে থাকা যায়না প্রেয়সী অন্ধকারে জেগে উঠতে হয়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।