আমি কাউকে অন্যায় করতে দেখি তখন আমার খুব খারাপ লাগে আমি চেষ্টা করি অন্যায়ের প্রতিবাদ করার
উদ্দেশ্য রাষ্ট্রীয় অর্থ সাশ্রয়
গোটা বিশ্বের সাম্প্রতিক মন্দার আঁচ লেগেছিল ব্রিটেনেও। এখনও সেই অর্থনৈতিক বিপর্যয়কর অবস্থা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি দেশটি। ব্রিটেনের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন রাষ্ট্রীয় অর্থ সাশ্রয় করার জন্য প্রথম পার্লামেন্টারি বৈঠকেই নিজের এবং মন্ত্রীদের বেতন কমিয়েছিলেন। রাণী দ্বিতীয় এলিজাবেথ নতুন সরকারকে অভিনন্দন জানাতে যে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সেটিও ছিল সাদামাটা। অযাচিত অর্থব্যয় পরিহারের জন্য এই উদ্যোগ নিয়েছিলেন রাণী।
এখন রাণীর দেখানো পথ ব্রিটিশ প্রধানমন্ত্রী অনুশীলন করতে চান ঘর থেকেই। তাই বিশাল গাড়িবহর এবং নিরাপত্তা বাহিনীর পরিবর্তে সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিট থেকে পার্লামেন্টে তিনি হেঁটেই যাচ্ছেন!
ব্রিটিশ প্রধানমন্ত্রী তার মন্ত্রীদেরকেও বলে দিয়েছেন সরকারের অর্থে বিলাসবহুল গাড়ি হাঁকানোকে ‘অতীত দিনের স্মৃতি’ হিসেবে বিবেচনা করতে হবে! তাদেরকে হাঁটার কিংবা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে আহ্বান জানানো হয়েছে। কিংবা চাইলে বড়জোর সরকারি পরিবহন পুল থেকে একটি গাড়ি ব্যবহার করতে পারেন তারা। ক্যামেরন তাদের বলেছেন, লেবার পার্টির সরকার বিদায় নেয়ার সময় ১৬ হাজার কোটি ব্রিটিশ পাউন্ড বাজেট ঘাটতি রেখে গেছেন। তা কাটিয়ে উঠতে কৃচ্ছ্রতার বিকল্প নেই।
প্রিয় পাঠকবৃন্দ, এ থেকে আমাদের কী কিছু শেখার আছে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।