রকর করক
-
-
-
-
-
-
-
-
-
প্রথম পোস্ট একটা হালকা মেজাজের গল্প। সম্ভবত এটা কোন গল্পই হয় নাই।
তারপরও, টেরাই দিতে দোষ কি?
(গুষ্ঠি উদ্ধার কইরেন না, প্লিজ)
>>>>>>
নিয়ন বাতির আলোয় তার চেহারাটা দেখা যাচ্ছে। তবে খুব একটা ভালোভাবে বুঝা যাচ্ছে না। একটা আলো-আঁধারীর খেলা চলছে।
ছেলেটাকে খেয়াল করার চেষ্টা করছে পূণ্য। ভুতের আড্ডা রেস্টুরেন্টের সামনে কার পার্কিং এ দাড়িয়ে আছে ছেলেটা। লম্বা, গায়ের রং শ্যামলা। তবে ঠোঁটটা কালো। দু'কানে এয়ারফোন গোঁজা।
হয়ত কারো জন্য অপেক্ষা করছে।
...পূণ্যর আগের দিনের কথাগুলো মনে পড়ে যায়। পাড়ার বড়ভাই রাজুর বেলায় এই ব্যাপারগুলো প্রায়ই ঘটতো। আনমনেই হেসে ওঠে পূণ্য।
পূণ্য কি করবে এখনও ঠিক করতে পারছে না।
একবার ভাবছে কাছে গিয়ে বলবে.., আবার ভাবছে যে না, থাক; বলার দরকার নেই। সে যেমন আছে তেমন ই থাকুক।
তাই আর না দাঁড়িয়ে থেকে পুণ্য সিঁড়ি বেয়ে উঠতে লাগল।
পূণ্যর বড়ভাই অয়ন নিতে এসেছে পূণ্যকে। গাড়িটা নিচে পার্ক করে রেখে এসেছে।
গাড়ি পার্ক করার সময় বিষয়টা অয়নও খেয়াল করেছে।
-কিরে, তোর পছন্দ হয়েছে এটা?
-হ্যাঁ।
-নিবি?
-হ্যাঁ।
-ঠিক আছে, আপনি তাহলে এটাই দিয়ে দ্যান।
******
ছেলেটা তখনও দাঁড়িয়েই ছিল।
পূণ্য এবার আর থাকতে পারল না। দ্রুতপদে হেঁটে ছেলেটার সামনে গিয়ে বলল..." এই যে, আপনার প্যান্টের জিপারটা খোলা; লাগিয়ে নিন। ভালো দেখাচ্ছে না। "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।