আমাদের কথা খুঁজে নিন

   

আমি হেঁটে চলেছি!

রক্ত চাইলে রক্ত নে, রাজাকার মুক্ত বাংলাদেশ দে...

আমি হাঁটছি অনন্তকাল ধরে, ঘোর অমানিশার অন্ধকারেও আমি হেঁটে চলি নির্ভয়ে। শিশির ভেজা ঘাস মাঁড়িয়ে, অজানা গাঁয়ের মেঠোপথে। তপ্ত রোদে ঘামে ভিজে, আমি হেঁটে চলি, আমি হেঁটে চলি, আমার মতো করে। পাহাড় পেরিয়ে, ঘোর জঙ্গলেও আমি হেঁটে চলি দ্বিধাহীন, দেখি হিংস্রপ্রাণীগুলো আমায় দেখে অলস চোখে। আমি হেঁটে চলি, আপন মনে। পথের বাঁকে বাঁকে দেখি লোভ-লালসার বসবাস, কুঁড়ে খাচ্ছে মানব-পশুর হৃদয়টাকে। আমি হেঁটে চলি বহুদূর থেকে বহুদূরে, তবুও দেখি আমার ছায়া এখনো আমাকেই ছাঁড়িয়ে। আমি হাঁটছি একাকী, দীর্ঘপথ, কোন এক অজানা গন্তব্যের পথে। ‍‍‍

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.