আমাদের কথা খুঁজে নিন

   

হারানো বিজ্ঞপ্তি

সত্য ও সুন্দরের পক্ষে এবং মিথ্যার বিপক্ষে ৩১৮...

আমার কৌতুকের ধরণটা একটু ভিন্ন। আমরা যারা শহরে বাস করি কমবেশি সবাই মাইকিং এর সাথে পরিচিত। তেমনি কয়েকটি মাইকিং এর কথা তুলে ধরছি। প্রথমেই ১. (মলমের মাইকিং)-চুলকাইতে চুলকাইতে ৫০০ টেহা দামের লুঙ্গি ছিড়া ফালাইছেন। প্যান্টের একটি পকেট ও আস্ত নাই।

চুলকানির সময় মনে হয় পোলাও কোর্মা খাইতাছেন। আহারে কী সাধের চুলকানি। চুলকাইতে চুলকাইতে যখন অস্থির লাগে তখন মনে হয় যে দেড়শো টেহা দামের কামলা লইয়া চুলকাই। আমাদের মান্ডা মলম লাগান, সব চুলকানি ভাগান। ২. (হারানো বিজ্ঞপ্তির মাইকিং) ঃ ভাইসব, গতকল্য ছলিম মিঞার নিজ বাড়ি থেকে সম্পূর্ণ বস্ত্রহীন অবস্থায় একটি ছাগল হারানো গিয়াছে।

ছাগলটির মুখমন্ডল কাচাপাকা দাড়িবিশিষ্ট। তার আচার আচরণে যথেষ্ট ছাগলামি রয়েছে। যে ছাগলটির সন্ধান দিতে পারবেন তাকে একবেলা ছাগলের দুধ দিয়ে আহার করানো হবে। ৩. (পরীক্ষার সময়কার মাইকিং) ঃ একটি ঘোষণা, ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীদের পরিবারের লোকজনরে জানানো যাইতেছে যে, পরীক্ষার হলে কোন রকম নকল চলবে না। দরকার হইলে ছোড হাফপেন্ট, বড় হাফপেন্ট সব খুইল্লা নকল চেক করা হইবে।

তাই ছাত্রছাত্রীদের ১৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ৪. (যাত্রার মাইকিং) ঃ হৈ হৈ কান্ড, রৈ রৈ ব্যাপার। আইসা গেছে মাজেদা বেগমের মাজা দোলানো খুল্লাম খুল্লা নাইচ। মাক্ষি গিরা গরম তেল মে। রাইত একটায় বটতলায় চলবে ধুমছে।

৫. এবার সবশেষে (বৈশাখী ছবির মাইকিং) ঃ আসিতেছে, মহাসমারোহে, এবারের বৈশাখের ছবি কলিজার টান। ফুল কালার, ক্যানেল আই এর প্রথম প্রযোজনায় এক ওয়ান্ডারফুল ছবি কলিজার টান। হৃদয়কাড়া, গৃহ হারা, পাগলপাড়া, সাসপেনশন ছবি, সেন্সর বর্হিভূত দৃশ্য সংবলিত পাজী জাযারুল জানোয়ার পরিচালিত, কানা খোরশেদ নিবেদিত, খয়রাতি মকবুলের পরিবেশনায়, তালপাতার ব্যানারে, বাঁশের চাটাই আসনে এক অদ্ভূত ত্রিভুজ প্রেমের একশান ছবি কলিজার টান। আগামী ১৮ ই আগষ্ট সারাদেশে শুভ মুক্তি পাচ্ছে কলিজার টান। চলবে...৩১৮


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.